উডের ডেসপ্যাচ বলতে কী বোঝ? (Wood's Despatch)

 


গভর্নর জেনারেল লর্ড ডালহৌসীর শাসনকালে সরকারী শিক্ষানীতিকে ব্যাপকতর করা হয়। ১৮৫৪ খ্রিস্টাব্দে 'বোর্ড অফ কন্ট্রোলের' সভাপতি স্যার চার্লস উড ইংরেজি শিক্ষা বিস্তারের জন্যে এক সুপরিকল্পিত খসড়া প্রস্তুত করেন।

এতে বলা হয় যে,
  •  শিক্ষা বিভাগের জন্যে পৃথক সরকারী দপ্তর স্থাপন।
  •  কলিকাতা, মাদ্রাজ ও বোম্বাই -এ বিশ্ববিদ্যালয় স্থাপন।
  •  মাধ্যমিক বিদ্যালয় স্থাপন।
  •  বিদ্যালয়ে মাতৃভাষায় শিক্ষাদান।
  •  উপযুক্ত সংখ্যক কলেজ স্থাপন।
  •  জনশিক্ষার জন্যে প্রাথমিক বিদ্যালয় স্থাপন।
  •  শিক্ষক-শিক্ষণ বিদ্যালয় স্থাপন।
  •  স্ত্রী-শিক্ষা প্রচলন প্রভৃতি একান্তই প্রয়োজন।


স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত এই খসড়া গভর্নর জেনারেলের নিকট পাঠান হয় এবং এটিকে রূপায়িত করবার জন্যে নির্দেশ দেওয়া হয়। এই খসড়া প্রস্তাব ‘উডস ডেসপ্যাচ’ (Wood's Despatch) নামে খ্যাত।

উডের ডেসপ্যাচের বাস্তব রূপায়ণ:
নতুন সরকারী শিক্ষানীতি অনুযায়ী প্রতি প্রদেশে একটি শিক্ষা দপ্তর স্থাপিত হয়। উচ্চশিক্ষার জন্য ১৮৫৭ খ্রিস্টাব্দে কলিকাতা, মাদ্রাজ ও বোম্বাই -এ একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। সরকার শিক্ষা বিস্তারের জন্যে সর্বতোভাবে দায়িত্ব গ্রহণ করে। উডের সুপারিশ অনুযায়ী ভারতে শিক্ষা ব্যবস্থার যে কাঠামোর সৃষ্টি করা হয় তা প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এদেশে প্রচলিত থাকে। এই শিক্ষানীতির ফলে ধীরে ধীরে দেশীয় শিক্ষায়তন পাঠশালা, মক্তব, টোল ও মাদ্রাসাগুলি লোপ পেতে থাকে অথবা কোনোক্রমে নিজেদের অস্তিত্ব রক্ষা করে চলতে থাকে।

0 মন্তব্যসমূহ