আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু কাকে বলে?

আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলার কারণ:

কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারাবছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হল আয়ন বায়ু। 


এই বায়ু উভয় গোলার্ধে ৫° থেকে ২৫° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে চলাচল করে।

আগেকার দিনে বড়ো বড়ো পালতোলা বাণিজ্যিক জাহাজ আয়ন বায়ুর সুনির্দিষ্ট গতিপথ ধরেই বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত অর্থাৎ আয়ন বায়ুর সাহায্যে বাণিজ্য চালাত। তাই আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু (Trade wind)।

একটি মন্তব্য পোস্ট করুন for "আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু কাকে বলে?"