স্থানীয় বায়ু কাকে বলে?
উঃ- ভূপ্রকৃতি, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদির আঞ্চলিক পার্থক্যের কারণে বায়ু চাপের তারতম্য ঘটলে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহিত হয়, তাকে স্থানীয় বায়ু বলে। যে অঞ্চল থেকে এই বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলের স্থানীয় ভাষায় এই বায়ুর নামকরণ করা হয়। ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি স্থানীয় বায়ু প্রবাহিত হয়।উদাহরণ: ভারতের রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে 'লু' নামক স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায়।
ঘূর্ণাবর্ত কাকে বলে?
উঃ- ঘূর্ণাবর্তের অর্থ ‘Cyclone’ শব্দটি এসেছে গ্রীক শব্দ ‘KUKLOMA’ থেকে, যার অর্থ সাপের কুন্ডলী।
ঘূর্ণাবর্তের সংজ্ঞাঃ স্বল্প পরিসর অঞ্চলে অত্যাধিক উষ্ণতা বৃদ্ধির ফলে নিম্নচাপের সৃষ্টি হলে বায়ুচাপের সমতা রক্ষার জন্য আশেপাশের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে সেই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে এবং দ্রুত উত্তপ্ত ও হালকা হয়ে সর্পিলভাবে কুন্ডলাকারে পাক খেতে খেতে ঊর্দ্ধগামী ঘূর্ণিবায়ুরূপে উপরে উঠে যায়। একে ঘূর্ণবাত (Cyclone) বলে।
১. ফন কি?
উঃ- সুইৎজারল্যান্ডেআল্পস পর্বতের উত্তরদিকে প্রবাহিত এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু।
২. চিনুক কি?
উঃ- রকি পার্বত্য অঞ্চল থেকে প্রেইরি অঞ্চলের দিকে প্রবাহিত এক প্রকার উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু।
৩. চিনুক শব্দটির অর্থ কি?
উঃ- তুষার খাদক।
৪. সান্টা আনা কি?
উঃ- দঃ ক্যালিফোর্নিয়াতে প্রবাহিত এক প্রকার উষ্ণ ও শুষ্ক বায়ু।
৫. কিসের নামানুসারে সান্টা আনা বায়ুর নামকরন করা হয়েছে?
উঃ- সান্টা আনা ক্যানিয়ন।
৬. চিনুক বায়ু কখন প্রবাহিত হয়?
উঃ- শীত ও বসন্তের শুরুতে।
৭. ইয়ামো বা যামো কি?
উঃ- জাপানের সংকীর্ণ উপত্যকায় প্রবাহিত এক প্রকার উষ্ণ, শুষ্ক স্থানীয় বায়ু।
৮. জোন্ডা কি?
উঃ- দক্ষিন আমেরিকায় আন্দিজ উপত্যকা থেকে আর্জেন্টিনার সমভূমির দিকে প্রবাহিত একপ্রকার উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু।
৯. ট্রামোন্টানে কি?
উঃ- মধ্য ইউরোপের উপত্যকায় প্রবাহিত একপ্রকার উষ্ণ, শুষ্ক স্থানীয় বায়ু।
১০. সিরক্কো কি?
উঃ- সাহারা মরুভূমি থেকে ভূমধ্যসাগর ও দঃ ইতালির ওপর প্রবাহিত এক প্রকার উষ্ণ, শুষ্ক, ধূলিকনা যুক্ত স্থানীয় বায়ু।
১১. স্পেনে সিরক্কো বায়ু কি নামে পরিচিত?
উঃ- লেভেচ বা লেভিচ।
১২. মাদিয়েরা ও মরক্কো তে সিরক্কো বায়ু কি নামে পরিচিত?
উঃ- লেস্টে।
১৩. ব্রিকফিল্ডার কি?
উঃ- অস্ট্রেলিয়ায় প্রবাহিত উত্তুরে উষ্ণ স্থানীয় বায়ু।
১৪. খামসিন কি?
উঃ- বসন্তকালে মিশরে প্রবাহিত উষ্ণ, শুষ্ক, দক্ষিনী স্থানীয় বায়ু।
১৫. খামসিন শব্দটির অর্থ কি?
উঃ- পঞ্চাশ।
১৬. সিমুম কি?
উঃ- ইজরায়েল, সিরিয়া, জর্ডন ও আরব উপদ্বীপের মরু অঞ্চলে প্রবাহিত এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু।
১৭. মধ্য এশিয়ায় সিমুম প্রকৃতির স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উঃ- গার্মসিল।
১৮. হারমাট্টান কি?
উঃ- আফ্রিকার পশ্চিম উপকূলে প্রবাহিত একপ্রকার উষ্ণ স্থানীয় বায়ু।
১৯. ব্ল্যাকরোলার কি?
উঃ- উত্তর আমেরিকার সমভূমিতে প্রবাহিত এক প্রকার উষ্ণ, শুষ্ক, ধূলিপূর্ণ স্থানীয় বায়ু।
২০. শামল কি?
উঃ- ইরাক ও পারস্য উপসাগর অঞ্চলে প্রবাহিত এক প্রকার উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু।
২১. নরওয়েস্টার কি?
উঃ- নিউজিল্যান্ডে পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত একপ্রকার উষ্ণ ও শুষ্ক বায়ু।
২২. মিস্ট্রাল কি?
উঃ- শীতকালে ফ্রান্সে প্রবাহিত একপ্রকার শীতল স্থানীয় বায়ু।
২৩. বোরা কি?
উঃ- আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে গ্রীস, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া প্রভৃতি দেশে প্রবাহিত শীতল, শুষ্ক স্থানীয় বায়ু।
২৪. মিস্ট্রাল শব্দটির অর্থ কি?
উঃ- প্রভূত্বময়।
২৫. ব্লিজার্ড কি?
উঃ- আন্টার্কটিকা, পূর্ব রকি পর্বত অঞ্চলে প্রবাহিত তীব্র শীতল, প্রবল গতিবেগ যুক্ত স্থানীয় বায়ু।
২৬. বুরান কি?
উঃ- পূর্ব রাশিয়া ও মধ্য সাইবেরিয়া অঞ্চলে প্রবাহিত শীতল উত্তর-পূর্ব স্থানীয় বায়ু।
২৭. পূর্গা কি?
উঃ- রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু।
২৮. পাম্পেরো কি?
উঃ- পম্পাস অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু।
২৯. পাপাগায়ো কি?
উঃ- কোস্টারিকা ও পাপাগায়ো উপসাগরে প্রবাহিত ভয়ংকর তীব্র, শীতল স্থানীয় বায়ু।
৩০. তেহুয়ান্টেপিসার বা তেহুয়ানো কি?
উঃ- দক্ষিন মেক্সিকো ও দঃ-মধ্য আমেরিকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু।
৩১. ফ্রিয়াজেম কি?
উঃ- আমাজন উপত্যকায় প্রবাহিত স্থানীয় বায়ু।
৩২. হ্যারিকেন কোন অঞ্চলে ঘূর্ণাবর্ত?
উঃ- পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে।
৩৩. টাইফুন কোন অঞ্চলে ঘূর্ণাবর্ত?
উঃ- চীন সাগর।
৩৪. সাইক্লোন কোন অঞ্চলের ঘূর্ণাবর্ত?
উঃ- ভারত মহাসাগর।
৩৫. উইলি উইলি কোন অঞ্চলে ঘূর্ণাবর্ত?
উঃ- অস্ট্রেলিয়া।
৩৬. টর্নেডো কোন অঞ্চলে ঘূর্ণাবর্ত?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।
৩৭. পুনশ কোন অঞ্চলের ঘূর্ণাবর্ত?
উঃ- আন্দিজ পর্বত।
৩৮. লিভানটার কোন অঞ্চলের ঘূর্ণাবর্ত?
উঃ- স্পেন।
৩৯. কালবৈশাখী কোন অঞ্চলের স্থানীয় বায়ু?
উঃ- পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ।
৪০. আঁধি কোন অঞ্চলের বায়ু?
উঃ- উত্তর ভারত।
0 মন্তব্যসমূহ