গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজ: (Functions of Gram Panchayat:).

 


গ্রাম পঞ্চায়েতের কর্তব্য গুলিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়। যথা-

  •  অবশ্য পালনীয় কর্তব্য।
  •  অর্পিত কর্তব্য।
  •  ইচ্ছাধীন কর্তব্য।

গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কর্তব্য:
গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের অধীনে যেসব কাজগুলি অবশ্যভাবে পালন করে থাকে সেসব কাজগুলিকে অবশ্যকরানি কর্তব্য বলে। 

গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কর্তব্য গুলি হল-
  •  জনস্বার্থ সংরক্ষণ, ময়লা নিষ্কাশন, জল নিষ্কাশন ও অপরিচ্ছন্নতা নিবারণ করা।
  •  ম্যালেরিয়া, গুটি বসন্ত, কলেরা এবং অন্যান্য মহামারী নিবারণ ব্যবস্থা করা।
  •  পানীয় জল সরবরাহ, জলাধার পরিষ্কার ও তা জীবানুমুক্ত করা।
  •  জলপথ রক্ষণাবেক্ষণ, মেরামতি ও নির্মাণ করা।
  •  জলপথ ও সার্বজনীন স্থানে অন্যায় দখল অপসারণ করা।

গ্রাম পঞ্চায়েতের অর্পিত কর্তব্য:
উঃ- গ্রাম পঞ্চায়েতের অন্যান্য কর্তব্য বলতে সেইসব কার্যসম্পাদনকে বোঝায়, যেগুলির দায়িত্ব রাজ্য সরকার পঞ্চায়েতের হস্তে প্রদান করে। গ্রাম পঞ্চায়েতের অন্যান্য কর্তব্যগুলি হল-

  •  প্রাথমিক, সামাজিক, প্রয়োগিক অথবা বৃত্তিমূলক শিক্ষাদানের ব্যবস্থা করা।
  •  গ্রামীন ঔষধালয়, স্বাস্থ্যকেন্দ্র, প্রসূতিসদন ও শিশুমঙ্গল কেন্দ্র স্থাপন করা।
  •  খেয়াঘাট পরিচালনা করা।
  •  জলসেচের ব্যবস্থা করা।
  •  রুগ্ন ও অনাথদের তত্ত্বাবধান করা।
  •  বাস্তুহারাদের পুনর্বাসন করা ইত্যাদি।
গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাধীন কর্তব্য:
গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাধীন কর্তব্য বলতে সেইসব কার্যকে বোঝায়, যেসব কার্যের দায়িত্ব পঞ্চায়েত স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নেয়। রাজ্য সরকারও প্রয়োজন মনে করলে ঐসব কাজের দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের হস্তে অর্পণ করতে পারে রাজ্য সরকার কর্তৃক আয়োজিত ঐসব কার্য যথাযথভাবে সম্পাদন করতে গ্রাম পঞ্চায়েত বাধ্য থাকে।

গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাধীন কর্তব্যগুলি হল-
  •  জনসাধারণ কর্তৃক ব্যবহৃত রাস্তায় আলোর ব্যবস্থাকরণ।
  •  জনপথের ধারে এবং অন্যান্য সার্বজনীন স্থানে বৃক্ষাদি রোপণ ও সংরক্ষণ।
  •  কূপ, পুষ্করিণী ও দীঘি খনন
  •  সমবায়মূলক কৃষি, বিপনি এবং অন্যান্য সমবায়ভিত্তিক বাণিজ্যের প্রবর্তন ও উন্নতিসাধন।
  •  বাজার স্থাপন ও নিয়ন্ত্রণ, আনন্দানুষ্ঠান, মেলা ও হাট স্থাপন ও নিয়ন্ত্রণ এবং স্থানীয় কৃষিজাত দ্রব্যাদি, স্থানীয় হস্তশিল্প ও কুটির শিল্পজাত প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ।
গ্রাম পঞ্চায়েতকে ব্যাপক ক্ষমতার অধিকারী বলা হয়েছে কেন?
গ্রাম পঞ্চায়েতের পূর্ব অনুমতি ছাড়া পঞ্চায়েতের এলাকার মধ্যে কেউ কোনো ঘরবাড়ি তৈরি করতে পারবে না।অঞ্চল পঞ্চায়েতের এলাকার মধ্যে জনগণের স্বাস্থ্যের উন্নতির জন্য পঞ্চায়েত যে কোনো জমি বা দালান সংলগ্ন পায়খানা, পঙ্গাবাগার, শৌচাগার ইত্যাদি যথাযথ সংরক্ষণের, ব্যক্তিগত কুঁয়ো, পুকুর, জলাধার, গর্তপ্রভৃতি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জায়গাগুলি পরিষ্কার, মেরামত, ভরাট ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করার, নির্দিষ্ট স্থানে ঝোপঝাড়, আগাছা, গাছপালা ইত্যাদি পরিষ্কার করার জন্য নির্দেশ দিতে পারে।

0 মন্তব্যসমূহ