দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় (অতীত স্মরণ).

 ১. জনশ্রুতি কি?

উঃ- যখন কোনো ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন-তারিখের যথার্থতার প্রমাণের অভাব থাকে এবং যে অতীত কাহিনিগুলি বংশপরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছোয়, তাকে জনশ্রুতি বলে।

২. জনশ্রুতি কয় প্রকার ও কি কি?
উঃ- জনশ্রুতি পাঁচ প্রকার, যথা- পৌরাণিক কাহিনী বা মিথ, কিংবদন্তি বা লেজেন্ড, লোক কথা, স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য।

৩. পৌরাণিক কাহিনী বা মিথ কাকে বলে?
উঃ- সৃষ্টির আদিম কালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনি রচনা ও প্রচার করে তাকে পৌরাণিক কাহিনি বা মিথ বলে।

৪. কতকগুলি পৌরাণিক কাহিনীর উদাহরণ দাও?
উঃ- চন্দ্র সূর্যকে নিয়ে কাল্পনিক কাহিনী, দেবী দুর্গার কাহিনী ইত্যাদি।

৫. কিংবদন্তি কি?
উঃ- মৌখিক ইতিহাসের একটি অন্যতম উপাদান হলো কিংবদন্তি। পাশ্চাত্য জগতে লিজেন্ড বা অ্যান্টিকুইটিস নামে প্রচলন ছিল কিংবদন্তি।
কিংবদন্তি হল অতীতের কোনাে চরিত্রের এমন সব ঘটনার বিবরণ, যা অতীতে একসময় ঘটেছিল এবং সেসব চরিত্র জীবন্ত ছিল বলে লােকসমাজ বিশ্বাসও করে থাকে।

৬. 'Legend' কথাটি কোথা থেকে এসেছে এবং এর অর্থ কী?
উঃ- 'Legend' কথাটি ল্যাটিন শব্দ 'Lagenda' থেকে এসেছে। এর অর্থ পাঠের বিষয়বস্তু।

৭. কিংবদন্তির (Legends) গুরুত্ব লেখো?
উঃ- কিংবদন্তির কাহিনী অবাস্তব বলে মনে হলেও তাতে সমাজ জীবনের ছবি ফুটে ওঠে। প্রতিটি সামাজিক ও ধর্মীয় সম্প্রদায় নিজও নিজও কিংবদন্তি গুলিকে বংশপরম্পরায় প্রচারের মাধ্যমে অতীত ঐতিহ্যের পুনরুদ্ধার করা।

৯. লোককথা কাকে বলে?
উঃ- লোকসাহিত্যের এক বিশেষ অঙ্গ হল লোককথা। লোককথা মানুষের মুখে মুখে প্রচলিত বিভিন্ন ধরনের গল্প।

১১. ব্রতকথা কী?
উঃ- সত্য কথা বলতে আমরা লোককথার সেই বিভাগকে বুঝি, যাতে ব্রতের মধ্যে দিয়ে গ্রাম জীবনের নানা ধরনের আশা-আকাঙ্ক্ষা, কামনা বাসনার বহিঃপ্রকাশ ঘটে থাকে।

১২. ব্রতকথা কয় প্রকার ও কি কি?
উঃ- ব্রতকথা দুই প্রকার, যথা- শাস্ত্রীয় ব্রত, মেয়েলি ব্রত।

১৩. স্মৃতিকথা কাকে বলে?
উঃ- যে অ-উপন্যাসধর্মী সাহিত্যের লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণ করে থাকে তাকে স্মৃতি কথা বলে।

১৩. স্মৃতিকথা কয় প্রকার ও কি কি?
উঃ- স্মৃতিকথা দুই প্রকার, যথা- অতীত ঐতিহ্য মূলক, অতীত সম্প্রদায় মূলক।

১৪. মৌখিক ঐতিহ্য বলতে কী বোঝো?
উঃ- মৌখিক ঐতিহ্য হল এমন এক সংস্কৃতিগত ধারণা যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের লোকমুখে প্রচারিত হয়।

১৫. জাদুঘর কি?
উঃ- যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্পবিষয়ক প্রভৃতি নিদর্শন সংরক্ষণ করে জনসাধারণের উদ্দেশে প্রদর্শনের ব্যবস্থা করা হয়, তাকেই জাদুঘর বলে।

১৬. পেশাদারী ইতিহাস কাকে বলে?
উঃ- ইতিহাস হল আসলে মানব স্মৃতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক অধারাবাহিক লিখিত বিবরণ। এই ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, তাদেরকে ইতিহাসবিদ বা ঐতিহাসিক বলা হয়। যাদের মধ্যে অনেকে ইতিহাসকে পেশা হিসেবে গ্রহণ করে তাদেরকে পেশাদারী ঐতিহাসিক বলা হয়।

১৭. রূপকথা কাকে বলে?
উঃ- Fairy tale এর সমার্থক শব্দ রূপকথা। রূপকথার মধ্যে রাজা রাণী, রাজকন্যা, পরী, রাক্ষস, ক্ষোকস প্রভৃতি কাহিনী থাকে। রাজা রানীদের শাসনের সময় কাল থেকে সম্ভবত রূপ কথার সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন। রূপকথার গল্প মূলত শিশুদের মনকে আনন্দ দেবার জন্য উদ্ভব হয়েছিল।

১৮. উপকথা কাকে বলে?
উঃ- পশুপক্ষীর চরিত্র অবলম্বনে যেসব কাহিনি গড়ে উঠেছে সেগুলোর উপকথা। কৌতুকসৃষ্টি ও নীতিপ্রচারের জন্যই এগুলোর সৃষ্টি। এতে মানবচরিত্রের মতই পশুপাখির বৈশিষ্ট্য প্রকাশ করে বক্তব্য পরিবেশিত হয়েছে।

১৯. কতকগুলি কিংবদন্তি চরিত্রের নাম লেখ?
উঃ- ভারতের ইতিহাসে পৌরাণিক ইন্দ্র চরিত্র, কৃষ্ণচরিত্র, রাম চরিত্র, ইংল্যান্ডের ইতিহাসে রবিনহুড চরিত্র ইত্যাদি।

0 মন্তব্যসমূহ