সোনালী চতুর্ভুজ কাকে বলে?

দেশের বৃহৎ চারটি মেগাসিটি শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা সংযোগকারী ৫৮৪৬ কিমি দীর্ঘ ৪-৬ চ্যানেল বিশিষ্ট অতি দ্রুতগামী জাতীয় সড়কপথকে 'সোনালী চতুর্ভুজ' বলে।


এটি ভারতের বৃহত্তম ও বিশ্বের পঞ্চম বৃহত্তর সড়ক প্রকল্প। রাস্তাটির আকৃতি প্রায় চতুর্ভুজাকার।

কলকাতা-দিল্লি NH১৯, দিল্লি-মুম্বই NH৮, মুম্বই-চেন্নাই NH৪৮ (দৈর্ঘ্য সর্বনিম্ন ১২৯০ কিমি) এবং চেন্নাই-কলকাতা NH১৬ (দৈর্ঘ্য দীর্ঘতম, ১৬৮৪ কিমি) দৈর্ঘ্যযুক্ত।

জয়পুর, আমেদাবাদ, পুণে, ব্যাঙ্গালুরু, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর -এর সঙ্গে যুক্ত।

ন্যাশনাল হাইওয়েজ ডেভলপমেন্ট প্রোজেক্ট (NHDP) -এর অধীনে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (স্থাপিত ১৯৮৮) NHAI সংস্থা ২০০১ সালে এটি নির্মাণের কর্মসূচি গ্রহণ করে। 

১০১২ সালের জানুয়ারিতে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। 

0 মন্তব্যসমূহ