স্টকহোম সম্মেলনের পরে পরিবেশ সংক্রান্ত আইন ব্যবস্থা আরো জোরদার হয়। পরিবেশ সংক্রান্ত ভারতের প্রধান আইনগুলি হল:
- Water (Prevention and control of Pollution) Act, 1974.
- Air (Prevention and control) Act, 1981.
- The Environment (Protection) Act, 1986.
- The Motor Vehicle Act, 1988.
বায়ুদূষণ রোধ সংক্রান্ত আইন:
- Bengal Smoke Nuisance Act, 1905, amended in 1973.
- The West Bengal Motor Vehicle Rules, 1989.
- Air Prevention and Control of Pollution Act, 1981.
- The West Bengal Municipal Act, 1993.
জলদূষণ রোধ সংক্রান্ত আইন:
- The Water (Prevention and Conrol of Pollution) Cess Act, 1977.
- The West Bengal Municipal Act, 1993.
- The Water (Prevention and Control of Pollution) Act, 1974, amended in 1988.
শব্দদূষণ রোধ সংক্রান্ত আইন:
- Calcutta Police Act, 1866 (43C, 43D).
- Indian Explosives Act, 1884.
- The Police (West Bengal) Amendment Act, 1963 (34A, 190).
- Howrah Municipal Corporation Act, 1980. Motor Vehicle Act, 1988.
- Calcutta Suburban Police Act, (39A, 39C). The West Bengal Motor Vehicle Rules, 1989, (255, 294).
- The West Bengal Municipal Act, 1993, [Section 63 (42)].
প্রকৃতপক্ষে কলকাতা হাইকোর্ট শব্দদূষণের বিরুদ্ধে 1996 সালের এপ্রিলে কঠোর আইন বলবৎ করে এবং সেটির সমর্থনে সুপ্রিম কোর্ট শব্দদূষণ আইন প্রণয়ন করে 2000 সালের 17 এপ্রিল।
ওয়াইল্ড লাইফ সুরক্ষা আইন:
- 1805 সালে বন মালিকানা এবং বনের অবস্থা খতিয়ে দেখবার জন্য গঠিত হয় বন কমিটি।
- 1806 সালে মাদ্রাজ সরকার প্রথম বনসংরক্ষক হিসেবে এক পুলিশ আমলাকে নিয়োগ করে।
- 1847 সালে বোম্বাই প্রেসিডেন্সিতে গিবসন সাহেবকে এবং 1856 সালে মাদ্রাজ প্রেসিডেন্সিতে স্নেগহর্ন সাহেরকে বনসংরক্ষক হিসেবে নিয়োগ করে।
- 1878 সালের ভারতীয় বন আইনের মাধ্যমে ইংরেজ আমলে প্রথম সরকারি আইন চালু করে বন ও বন্যপ্রাণীকে সংরক্ষণ করা শুরু হয়।
- 1879 সালের হাতি সংরক্ষণ আইন চালু হয়।
- 1887 সালে বন্য পাখি সংরক্ষণ আইন চালু হয় । এই আইনগুলির বলে বন্যপ্রাণী হত্যা নিষিদ্ধ হয়।
- 1912 সালে বন্যপ্রাণী এবং পাখি সুরক্ষা আইন চালু হয়। এই আইন বলবৎ থাকা সত্ত্বেও একশৃঙ্গ গণ্ডারকে রক্ষা করা সম্ভব হয়নি।
- 1932 সালে গণ্ডার সুরক্ষা আইন প্রবর্তিত হয়।
- 1972 সালে ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন চালু হয়।
অরণ্যভূমি সুরক্ষা আইন:
- 1855 লর্ড ডালহৌসি প্রযোজিত প্রথম ভারতীয় বননীতি (বিজ্ঞানসম্মত সংরক্ষণ)।
- 1894 সর্বভারতীয় বন - নীতির প্রবর্তন (ফরেস্ট ওয়ার্কিং প্ল্যান অনুযায়ী বনপরিচালনায় এবং আদিবাসীদের অধিকার স্বীকৃতি)।
- 1952 পরিবর্তিত বননীতি (শতকরা 60 ভাগ পাহাড়ি বন এবং সমতলে 20 ভাগ বনভূমি রাখার নির্দেশ)।
- 1988 বর্তমান জাতীয় বননীতি (অরণ্যের গুরুত্ব প্রাথমিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে।
- 2007 অরণ্য ও আদিবাসী নীতি। 1980 সালের আগের আদিবাসী গ্রাম ও বাড়িঘরের অধিকার জ্ঞাপন বনজ নিত্যপ্রয়োজনীয় সম্পদ গ্রহণের পূর্ণ অধিকার।
ভারতীয় বন-আইনের ক্রমবিকাশ:
- 1865 প্রথম বন আইনের দ্বারা জাতীয় বনভূমির সীমানা নির্ধারণ।
- 1878 পরিবর্তিত ভারতীয় বন আইন বা Indian Forest Act, (IFA, 1992) অনুযায়ী সংরক্ষিত বনভূমি, রক্ষিত বনভূমি চালু হয়। ব্যক্তিগত বনভূমি নিয়মাবলিও চালু হয়।
- 1927 বর্তমান ভারতীয় বন আইন (IFA) 1927 অনুযায়ী ব্যক্তিগত বনভূমির নিয়মাবলি নতুন করে চালু হয়।
- 1980 ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হয়।
- 1988 পরিবর্তিত ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হয়।
পরিবেশ সম্পর্কিত কয়েকটি উল্লেখযোগ্য আইন:
- Bengal Smoke Nuisance Act, 1905.
- The Indian Ports Act, 1907.
- The Motor Vehicles Act, 1938.
- The Maharashtra Prevention of Water Pollution Act, 1953.
- The Orissa River Pollution and Prevention Act, 1954.
- The Prevention of Adulteration Act, 1954.
- The River Boards Act, 1956.
- The Atomic Energy Act (Radiation Protection Laws), 1962.
- The Gujrat Smoke Nuisance Act, 1963.
- The Indian Fisheries Act, 1897.
0 মন্তব্যসমূহ