১৯৩১ সালের ৫ মার্চ গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। (গান্ধীজী ও লর্ড আরউইনের মধ্যে) এটি দিল্লি প্যাক্ট নামেও পরিচিত।
গোলটেবিল বৈঠকের আলোচিত বিষয়গুলি ভারতে এসে দিল্লিতে কাগজে কলমে স্বাক্ষরিত হয় তাই একে দিল্লি চুক্তি ও বলা হয়।গান্ধী-আরউইন চুক্তির শর্ত:
- রাজনৈতিক বন্দীদের মুক্তি (সশস্ত্র আন্দোলনকারীদের ছাড়া)।
- লবণ আইনের বিলোপ।
- আইন অমান্য আন্দোলন প্রত্যাহার।
গান্ধী-আরউইন চুক্তির ফলাফল:
- চুক্তি অনুযায়ী, গান্ধীজী আইন অমান্য আন্দোলন তুলে নিতে চাইলে বিরোধ শুরু হয়।
- এই চুক্তির ফলে জাতীয় কংগ্রেস প্রধান দল হিসাবে ভারতীয় রাজনীতিতে স্বীকৃত হয়৷
- দ্বিতীয় গোলটেবিল বৈঠক (৮ সেপ্টেম্বর থেকে ১১ ডিসেম্বর, ১৯৩১) গান্ধীজী, মদন মোহন মালব্য ও সরোজিনী নাইডু অংশগ্রহণ করেন।
তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন– Ramsay Macdonald.
ভারত সচিব ছিলেন—স্যামুয়েল হোর্।
0 মন্তব্যসমূহ