তফসিলি জাতি ও তপসিলি উপজাতি: (Scheduled Castes and Scheduled Tribes).


তফসিলি জাতি কাকে বলে?

সংবিধানে বলা হয়েছে যে, তফসিলি জাতি বলতে সেইসব জাতি, বংশ অথবা উপজাতি কিংবা ওই সব জাতি, বংশ বা উপজাতির কোনো অংশ বা গোষ্ঠীকে বোঝাবে, যাদের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতি তফশিলি জাতি বলে ঘোষণা করবেন।

তফসিলি উপজাতি কাকে বলে?
তফসিলি উপজাতি বলতে সেইসব উপজাতি বা উপজাতিভূক্ত সম্প্রদায় তাদের কোনো অংশ বা গোষ্ঠীকে বোঝাবে, যাদের রাষ্ট্রপতি সরকারী বিজ্ঞপ্তির মাধ্যমে তফসিলি উপজাতি বলে চিহ্নিত করবেন।

সংবিধানে তফসিলি জাতি ও উপজাতিদের বিশেষ সুযোগ-সুবিধা:
সংবিধানে তফসিলি জাতি ও উপজাতিদের উন্নয়নের জন্য,
  •  কেন্দ্রীয় ও রাজ্য আইনসভার আসন সংরক্ষণ।
  •  সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা।
  •  সরকারি চাকরির ক্ষেত্রে বয়ঃসীমার কঠোরতা হ্রাস।
  •  তফসিলি জাতি ও উপজাতিদের উন্নতি বিধানের জন্য বিশেষ অফিসার ও কমিশন নিয়োগ ইত্যাদি ব্যবস্থাদি রয়েছে।

তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আইনসভায় আসন সংরক্ষণ:
তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়গুলির জন্য লোকসভা এবং বিধানসভাগুলিতে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি সম্প্রদায়ের লোকসংখ্যার সমানুপাতিক হারে, সংরক্ষিত আসনের সংখ্যা নির্ধারিত হয়।

তফসিলি জাতি ও উপজাতির জন্য আর্থিক সাহায্য প্রদান:
সংবিধান তফসিলিভুক্ত উপজাতিগুলির উন্নতি বিধানের জন্য রাজ্য সরকারগুলি যে সব পরিকল্পনা গ্রহণ করে, তার ব্যয় বহনের জন্য এবং তফসিলি অঞ্চল সমূহের প্রশাসন ব্যবস্থার উন্নতি সাধনের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে আর্থিক সাহায্য প্রদান করে।

সরকারি চাকরির ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ ব্যবস্থা:
তফসিলি জাতি ও উপজাতিদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারি ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা আছে। তবে শাসনকার্য পরিচালনায় দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিতে সংরক্ষণমূলক নিয়োগের ব্যবস্থা করতে হবে। বর্তমানে সরকারি নীতি অনুসারে সর্বভারতীয় চাকরির ক্ষেত্রে শতকরা ১৫ ভাগ তফসিলি জাতিদের জন্য এবং শতকরা ৭.৫ ভাগ তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত রাখা হয়।

তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ অফিসার নিয়োগ:
তফসিলি জাতি ও উপজাতিগুলির জন্য একজন বিশেষ অফিসার নিয়োগের কথা সংবিধানে বলা হয়েছে। এই সম্প্রদায়ভূক্ত লোকেদের স্বার্থ সংরক্ষণের জন্য সংবিধানে যে সব বিশেষ ব্যবস্থা গৃহীত হয়েছে, সেইসব ব্যবস্থা কতখানি কার্যকর করা হয়েছে সে সম্পর্কে অনুসন্ধান করা এবং রাষ্ট্রের নিকট সে বিষয়ে রিপোর্ট প্রদান করা ঐ অফিসারের কর্তব্য।

তফসিলি জাতি উপজাতিদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের ব্যবস্থা:
সরকারি শিক্ষপ্রতিষ্ঠানগুলিতে তফসিলি জাতি ও উপজাতি শ্রেণিভূক্ত শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা আছে। পশ্চিমবঙ্গ সরকার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর প্রযন্ত সরকার স্বীকৃত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তফসিলি জাতিদের জন্য ২২ শতাংশ এবং তফসিলি উপজাতিদের জন্য ৬ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা আছে।

তফসিলি জাতি ও উপজাতিদের কল্যাণের জন্য অনুসন্ধান কমিশন:
সংবিধানের ৩৪০নং ধারা অনুসারে সামাজিক ও শিক্ষাগত ক্ষেত্রে অনগ্রসর শ্রেণিগুলির অবস্থা, তাদের উন্নতির পথে প্রতিবন্ধকতা, ওইসব প্রতিবন্ধকতা দূর করার উপায় অন্বেষণ এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রদত্ত অনুদানের পরিমান প্রভৃতি সম্পর্কে অনুসন্ধান ও সুপারিশ করার জন্য রাষ্ট্রপতি অনুসন্ধান কমিশন নিয়োগ করেন।

0 মন্তব্যসমূহ