রাওলাট সত্যাগ্রহ:


রাজদ্রোহিতা (Sedition) এবং বৈপ্লবিক কার্যকলাপের প্রকৃতি ও প্রসার নিয়ন্ত্রণ করা এবং বৈপ্লবিক আন্দোলন দমনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১৯১৭ খ্রীষ্টাব্দে 'সিডিশন কমিটি' গঠন করা হয়। সিডিশন কমিটির সভাপতি ছিলেন ইংল্যান্ডের বিচারপতি রাওলাট (Rowlat)। এইজন্য এটি 'রাওলাট কমিটি' (১৯১৯) নামেও পরিচিত।

১৯১৮ সালে কমিটি তার প্রতিবেদন পেশ করে এবং ১৯১৯ সালের ২১শে ফেব্রুয়ারি কমিটির সুপারিশগুলো আইনে পরিণত হয়। এই আইন-ই 'রাওলাট আইন'/'কালা আইন' নামে কুখ্যাত।
Rowlat Act is the extension of Defence Act, 1915.

রাওলাট আইনের শর্ত:
এই আইনের প্রধান শর্ত ছিল-
  • কেবলমাত্র সন্দেহবশেই যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও অন্তরীণ করা যাবে।
  • আদালতে আপিলের অধিকার থাকবে না।
  • আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না।
  • সংবাদপত্রের কণ্ঠও স্তব্ধ করা হয়।

১৯১৯ সালের ৬ এপ্রিল গান্ধীজী এই আইনের প্রতিবাদে সারাদেশে হরতাল দিবস পালনের ডাক দেন, যা 'রাওলাট সত্যাগ্রহ' নামে পরিচিত। এটিই ছিল গান্ধীজীর প্রথম সর্বভারতীয় আন্দোলন। হরতাল দিবসের বিপুল সাফল্য গান্ধীজীকে জাতীয় নেতা হিসাবে স্বীকৃতি দেয়।

0 মন্তব্যসমূহ