গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎসগুলি কি কি? (The source of income of gram panchayat).


গ্রাম পঞ্চায়েত হল ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর। গ্রাম পঞ্চায়েত তার বিভিন্ন উৎস থেকে বিভিন্নভাবে আয় করে থাকে; সেগুলো নিয়ে আলোচনা করছি-

  •  জমি, বাড়ির ওপর ধার্য কর।
  •  যানবাহনের লাইসেন্স ফি।
  •  স্কুল, ডিসপেনসারি, হাসপাতাল, বাজার, সিনেমা হল ইত্যাদি সেবামূলক কাজ থেকে আয়।
  •  দান থেকে সংগৃহীত অর্থ।
  •  কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোনোপ্রতিষ্ঠান থেকে সংগৃহীত ঋণ।
  •  কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিপ্রাপ্ত অনুদান।

1 মন্তব্যসমূহ