গ্রাম পঞ্চায়েত হল ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর। গ্রাম পঞ্চায়েত তার বিভিন্ন উৎস থেকে বিভিন্নভাবে আয় করে থাকে; সেগুলো নিয়ে আলোচনা করছি-
- জমি, বাড়ির ওপর ধার্য কর।
- যানবাহনের লাইসেন্স ফি।
- স্কুল, ডিসপেনসারি, হাসপাতাল, বাজার, সিনেমা হল ইত্যাদি সেবামূলক কাজ থেকে আয়।
- দান থেকে সংগৃহীত অর্থ।
- কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোনোপ্রতিষ্ঠান থেকে সংগৃহীত ঋণ।
- কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিপ্রাপ্ত অনুদান।
1 মন্তব্যসমূহ
Grem ponchait
উত্তরমুছুন