'বিচার বিভাগীয় পর্যালোচনা' বলতে কি বোঝ?
বিচার বিভাগীয় পর্ললোচনা করতে বোঝায় যখন আদালত আইনের বৈধতা বিচার করে এবং দেখে যে, আইনটি সংবিধান নির্দিষ্ট সীমার মধ্যে প্রণীত হয়েছে কিনা। সংবিধান নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে থাকলে সংশ্লিষ্ট আইনটি অবৈধ ও বাতিল বলে ঘোষিত হয়। আদালতের এই ক্ষমতাকেই বিচার বিভাগীয় পর্লালোচনার ক্ষমতা বলা হয়।
0 মন্তব্যসমূহ