শোর-গ্রান্ট বিতর্ক কী? What is the Shore-Grant controversy?

কর্নওয়ালিশ ভারতে জমি বন্দোবস্ত নিয়ে আলোচনা শুরু করলে পরস্পর বিরোধী দুটি অভিমতের সৃষ্টি হয়। জন শোর জমি জরিপ করে প্রকৃত রাজস্বের পরিমাণ স্থির করার কথা বলেন। জমিদারের সঙ্গে স্থায়ী বন্দোবস্তের পরিবর্তে কোম্পানির দীর্ঘমেয়াদি বন্দোবস্ত করার কথা বলেন। অন্যদিকে গ্রান্ট শোরের এই অভিমতের বিরোধিতা করে সরকারের সঙ্গে কৃষকের সরাসরি জমি বন্দোবস্ত করার কথা বলেন।



0 মন্তব্যসমূহ