সার্বভৌমিকতা বলতে কি বোঝায়? (Sovereignty).

সাধারণভাবে সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের নিরঙ্কুস, সর্বশ্রেষ্ঠ ও অবাধ ক্ষমতাকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানী র‍্যাফেল বলেছেন, ‘রাষ্ট্র সার্বভৌম' এই কথার অর্থ সমাজের মধ্যে রাষ্ট্রের নিয়মকানুন এবং আইনসমূহ হল চূড়ান্ত বা চরম কর্তৃত্বের অধিকারী। অর্থাৎ রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে সার্বভৌমিকতা বলে অভিহিত করা হয়।



0 মন্তব্যসমূহ