ব্রাহ্মিকা পদ্ধতি কি?

ব্রাহ্মিকা পদ্ধতি হল বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পড়ার পদ্ধতি, যা মূলত অবাঙালিদের ‘কুচি পদ্ধতি’-তে শাড়ি পড়ার বিবর্তিত রূপ। এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড়ো হয় এবং কোমর, বুক, পিঠ—সর্বত্র হয়ে ওঠে টান টান। বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতেই শাড়ি পড়েন। উনিশ শতকের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মেয়েরা প্রথম শাড়ি পরার এই পদ্ধতিটি চালু করেছিলেন।




2 মন্তব্যসমূহ

  1. পথের পাঁচালীর শুভ মুক্তি কবে ঘটে এবং গীতিকার
    কে ছিলেন

    উত্তরমুছুন
  2. পথের পাঁচালী শুভ মুক্তি কবে ঘটে এবং গীতিকার কে ছিলেন

    উত্তরমুছুন