সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ?
কোনো রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল সাম্রাজ্যবাদ।কোন্ সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বা সশস্ত্র সাম্রাজ্যবাদের যুগ বলা হয়?
১৮৭০ খ্রিস্টাব্দ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়।
সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের মত কী?
লেনিনের মতে সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের একচেটিয়া পর্যায়।
‘পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম' একথা বলেছিলেন লেনিন।
সাম্রাজ্যবাদ বিষয়ে জে এ হবসন-এর মূল বক্তব্য কী ছিল?
সাম্রাজ্যবাদ বিষয়ে হবসনের মূল বক্তব্য ছিল—
- শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ।
- নতুন নতুন ক্ষেত্রে মূলধন বিনিয়োগ।
- শিল্পপণ্য বিক্রির মাধ্যমে বিপুল মুনাফা অর্জন প্রভৃতি উদ্দেশ্যে উপনিবেশ প্রতিষ্ঠা করা হয়।
হবসন-লেনিন তত্ত্ব বলতে কী বোঝ?
জে এ হবসন এবং ভি আই লেনিন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তাঁদের এই অর্থনৈতিক ব্যাখ্যা ‘হবসন-লেনিন তত্ত্ব' নামে পরিচিত।
'নয়া সাম্রাজ্যবাদ' বলতে কী বোঝ?
আধুনিক যুগে আর্থিক দিক থেকে শক্তিশালী দেশগুলি অপেক্ষাকৃত দুর্বল দেশের ভূখণ্ড দখল না করেও সুকৌশলে সেই সমস্ত দেশগুলির অর্থনীতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আধুনিক বিশ্বে উন্নত দেশগুলির এই নতুন কৌশল নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত।
'নয়া সাম্রাজ্যবাদ' কোন্ সময়কালকে বলা হয়?
১৮৭০-১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে 'নয়া সাম্রাজ্যবাদের যুগ' বলা হয়।
সাম্রাজ্যবাদী দেশগুলির আসল লক্ষ্য কী ছিল?
উপনিবেশগুলি থেকে অর্থ শোষণ ও সম্পদ লুণ্ঠন ছাড়াও কাঁচামালের আমদানি ও পণ্যের রপ্তানিই ছিল সাম্রাজ্যবাদী দেশগুলির আসল লক্ষ্য।
0 মন্তব্যসমূহ