পুঁজিবাদ কী?
ব্যক্তিগত উদ্যোগে সম্পদের উৎপাদন, বণ্টন ও বিনিময়ের মাধ্যমে অধিক মুনাফালাভের প্রক্রিয়া পুঁজিবাদ নামে পরিচিত। পুঁজিবাদের মূল উদ্দেশ্য হল ব্যক্তিগত উদ্যোগে আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক বাজারে নিজ নিজ পণ্যসামগ্রী বিক্রয়ের মাধ্যমে অধিক, আরও অধিক মুনাফা অর্জন।লগ্নি পুঁজি কাকে বলে?
শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়৷
বাণিজ্যিক পুঁজি কী? অথবা, বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়? অথবা, বাণিজ্যিক পুঁজি কাকে বলে?
যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয়, তাকে বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরনের পুঁজি বৃদ্ধি করা সম্ভব।
0 মন্তব্যসমূহ