‘অন্ধকূপ হত্যা’ (Black Hole Tragedy) বলতে কী বোঝ?

'হলওয়েল' নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে, সিরাজ-উদ্ দৌলা কর্তৃক কলকাতা আক্রমণের (১৭৫৬ খ্রি.) পরে তাঁর নির্দেশে কলকাতায় বন্দি ১৪৬ জন ইংরেজ সৈন্যকে ১৮ ফুট লম্বা ও ১৪ ফুট ১০ ইঞ্চি চওড়া একটি ছোটো ঘরে আটক রাখা হয়। এর ফলে ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা ‘অন্ধকূপ হত্যা’ (Black Hole Tragedy) নামে পরিচিত।



1 মন্তব্যসমূহ

  1. Hallwell monument was a proof of sad incidence of loss of innocent brave people. Its removal for political ground was a more sad matter. Death of the hapless prisoners were due to dehydration,lack of oxygen, hyperthermia due to poor ventilation. It is time to erect a small replica of the monument again to rectify historical mistake.

    উত্তরমুছুন