কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর কাকে বলে? কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য: (black soil).


দাক্ষিণাত্যে ‘ব্যাসল্ট' শিলা থেকে উৎপন্ন কৃষ্ণবর্ণের মৃত্তিকা, যা স্থানীয় ভাষায় রেগুর নামে পরিচিত।


কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি:
স্বল্প বৃষ্টিপাতের প্রভাবে কালো রঙের লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি হয়েছে।

কৃষ্ণ মৃত্তিকার অবস্থান ও বন্টন:
ভারতের  মোট  আয়তন প্রায় ১৭%  (প্রায় ৫.৫ লক্ষ বর্গ কিমি) অঞ্চল জুড়ে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর (স্থানীয় নাম) অবস্থান করছে। এদেশের দাক্ষিণাত্য অঞ্চলের অন্তর্গত মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের পশ্চিমাংশ, গুজরাটের দক্ষিণাংশ, অন্ধ্রপ্রদেশের উত্তর-পশ্চিমাংশ এবং কর্নাটক ও তামিলনাড়ুর উত্তরাংশে এই মৃত্তিকা দেখা যায়।

কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য:
  • ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে বলে এবং টাইটানিয়াম অক্সাইড ও বিভিন্ন জৈব যৌগের পরিমাণ বেশি থাকে বলে কৃষ্ণ মৃত্তিকার রং কালো হয়।
  • কাদার ভাগ বেশি ও বালির ভাগ কম থাকায় কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়।
  • বর্ষাকালে কৃষ্ণ মৃত্তিকা চটচটে হয়, কিন্তু শুষ্ক ঋতুতে জলের অভাবে এই মৃত্তিকা শক্ত হয়ে যায় এবং মৃত্তিকাতে বড় বড় ফাটল সৃষ্টি হয়।
  • কৃষ্ণ মৃত্তিকায় ফসফরাস ও নাইট্রোজেনের ঘাটতি থাকলেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন অক্সাইড, অ্যালুমিনা ইত্যাদি উপস্থিত থাকে। এই মৃত্তিকা খুব উর্বর হয়।

কৃষ্ণ মৃত্তিকায় উৎপাদিত  ফসল:
কার্পাস বা তুলো, তামাক, তৈলবীজ, ইক্ষু, জোয়ার, পেঁয়াজ, কমলালেবু ও বিভিন্ন খাদ্য শস্য হল কৃষ্ণ মৃত্তিকা উৎপাদিত উল্লেখযোগ্য ফসল। কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস বা তুলো প্রচুর পরিমাণে উৎপাদিত হয় বলে একে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা 'Black Cotton Soil'  বলা হয়।

0 মন্তব্যসমূহ