ভারতের পশ্চিম বাহিনী নদী সমূহ: (West Flowing Rivers in India).


নর্মদা (১৩১২ কিমি)

নর্মদা নদীর উৎপত্তি:— মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ (১০৫৭ মিটার উচ্চতায়)। নর্মদা একটি গ্রস্ত উপত্যকা যা বিন্ধ্যপর্বত ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত।
নর্মদা নদীর বিস্তার:— মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাত।
নর্মদা নদীর পতন স্থল:— ভারুচের নিকট খাম্বাত উপসাগর।
জব্বলপুরে ভোরঘাটের নিকট এই নদী মার্বেল পাথর অধ্যুষিত অঞ্চলে ধুয়াধর জলপ্রপাত সৃষ্টি করেছে।
নর্মদা নদীর উপনদী:— হিরন, বর্ণা, ওরসাং, দুধি, কোলার।
নর্মদা নদীর তীরে গড়ে ওঠা উল্লেখযোগ্য শহর:— জব্বলপুর।


তাপ্তী নদী (৭৩০ কিমি)

তাপ্তী নদীর উৎপত্তি:— মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি।
তাপ্তী উপত্যকা গ্রস্ত উপত্যকা (সাতপুরা ও অজন্তা পাহাড়ের মধ্যে)।
তাপ্তী নদীর পতনস্থল:— সুরাটের নিকট খাম্বাত উপসাগর।
তাপ্তী নদীর বিস্তার:— মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট।
তাপ্তী নদীর উপনদী:
  • ডানতীরের উপনদী:— পুমা, বেতুল, পাটকী, গঞ্চল, গঞ্চল, মোর।
  • বামতীরের উপনদী:— গিরনা, কেরি, শিপ্রা ইত্যাদি।

নর্মদা ও তাপ্তী নদীর মোহনায় কোন ব-দ্বীপ গড়ে ওঠেনি।
তাপ্তী নদীর তীরে গড়ে ওঠা উল্লেখযোগ্য শহর:— সুরাট, জলগাঁও।


সবরমতী নদী (৪১৬ কিমি)

সবরমতী নদীর উৎপত্তি:— আরাবল্লী পর্বতের মেবার পাহাড়।
সবরমতী নদীর পতনস্থল:— খাম্বাত উপসাগরে।
সবরমতী নদীর বিস্তার:— রাজস্থান ও গুজরাট।
সবরমতি নদীর তীরে গড়ে ওঠা উল্লেখযোগ্য শহর:— আমেদাবাদ।
সবর ও হাতমতীয় যুগ্ম নাম:— সবরমতী।
সবরমতী নদীর উপনদী:— ওয়াকাল, জওয়াই, মিত্রি, সেই।


মাহি নদী (৫৩৩ কিমি)

মাহি নদীর উৎপত্তি:— বিন্ধ্য পর্বত।
মাহি নদীর পতন স্থল:— কাম্বে উপসাগরে পতিত হয়েছে।
মাহি নদীর বিস্তার:— মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাট।
গোয়া রাজ্যে প্রবাহিত পশ্চিমবাহিনী নদী হল:— মান্ডবী এবং জুয়ারি।
কর্ণাটক রাজ্যে প্রবাহিত পশ্চিমবাহিনী নদী হল:— কালীনাভী, সারাবতী, নেত্রাবতী।
সারাবতী নদী যোগ/গেরসাপ্পা জলপ্রপাতের সৃষ্টি করেছে।
কেরল রাজ্যের পশ্চিমবাহিনী নদী:—পেরিয়ার ও পাম্বা।
পেরিয়ার উৎপত্তি আন্নামালাই পর্বত থেকে ও পাম্বা কার্ডামম পর্বত থেকে উৎপন্ন হয়েছে।

0 মন্তব্যসমূহ