ভারতের পূর্ব বাহিনী নদী সমূহ: (East Flowing Rivers in India).


 সুবর্ণরেখা নদী (৪৩০ কিমি)


সুবর্ণরেখা নদীর উৎপত্তি ছোটনাগপুরের মালভূমি।

হুডু জলপ্রপাত (রাঁচির নিকট) সুবর্ণরেখা নদীর নদীর উপর অবস্থিত।

সুবর্ণরেখা নদীর বিস্তার ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওডিশা।

সুবর্ণরেখা নদী ওডিশার বালেশ্বরের নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে।


মহানদী নদী (৮৫৮ কিমি)

মহানদীর উৎপত্তি ছত্তিশগড়ের রায়পুর জেলার সিহওয়ার পাহাড়।

কটক শহর মহানদীর তীরে অবস্থিত।

মহানদীর মহানদীর বিস্তার ছত্তিশগড় ও ওডিশা।

মহানদীর শাখানদী হল কাটাজুরি, কুশভদ্রা, বিরূপা, ভাগরবী, দয়া, দেবী।

মহানদীর বামতীরের উপনদী শিবনাথ, হাঁসদেও, ইব, ম্যান্ড।

মহানদীর ডানতীরে উপনদী জোঙ্গ, বৈতরণী, ব্রাহ্মণী ও ওঙ্গ।

হিরাকুদ বাঁধ ও তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র মহানদী তীরে অবস্থিত।

মহানদী চিল্কা হ্রদে মিশেছে।


গোদাবরী (১৪৬৫ কিমি)

গোদাবরী নদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতের ত্র্যম্বক শৃঙ্গ (মহারাষ্ট্রের নাসিক জেলায়)।

গোদাবরী নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী।

গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা। এটিকে 'বুড়িগঙ্গা'ও বলা হয়।

গোদাবরী অববাহিকা ভারতের দ্বিতীয় বৃহত্তম অববাহিকা (গঙ্গার পর)।

গোদাবরী নদীর বিস্তার মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা।

গোদাবরী নদীর শাখানদী গৌতমী, গোদাবরী, বশিষ্ঠ, বৈনতেয়।

গোদাবরী নদীর বামতীরের উপনদী ইন্দ্রাবতী, সিল্পেরু, পেনগঙ্গা, ওয়ার্থা, ওয়েন গঙ্গা, প্রাণহিতা, শবরী।

গোদাবরী নদীর ডানতীরের উপনদী মনজীরা (নিজাম সাগর বাঁধ নির্মিত হয়েছে)।

পুধমা জলপ্রপাত সিল্লের নদীতে (ওডিশাতে) অবস্থিত।


কৃষ্ণানদী (১৪০০ কিমি)

কৃষ্ণানদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ।

কৃষ্ণার ব-দ্বীপ পাখির পায়ের ন্যায়।

কৃষ্ণানদী দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী।

কৃষ্ণা নদীর বিস্তার মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা।

কৃষ্ণা নদী বিজওয়াড়ার নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

কৃষ্ণা নদীর শাখানদী  ভামসধারা ও নাগবতী।

কৃষ্ণা নদীর উপনদী কয়না, ভার্মা, ইয়েরলা, ঘাটপ্রভা, মালপ্রভা, ভীমা, তুঙ্গভদ্রা, পঞ্চগঙ্গা, দুধগঙ্গা ও মুসী।

কয়না সবচেয়ে ছোট উপনদী। কয়না বাঁধের জন্য বিখ্যাত।

কাবেরী নদী (৮০৫ কিমি)

কাবেরী নদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরিশৃঙ্গ (১৩৪১ মিটার)।

তিরুচিরাপল্লীর নিকট দুভাগে বিভক্ত হয়েছে। উত্তরাংশ কোলেরুন এবং দক্ষিণাংশ কাবেরী নামে পরিচিত। দুটি মিলে শ্রীরঙ্গম দ্বীপ সৃষ্টি করেছে।

শিবসমুদ্রম ও হোগেকনাকল জলপ্রপাত কাবেরী নদীর ওপর অবস্থিত।

কাবেরী নদীর উপনদী হেমবতী, শিমসা, কারানী, লক্ষণতীর্থ, ভবানী।

কাবেরী নদীর ব-দ্বীপকে ‘দক্ষিণ ভারতের শস্যাগার' বলা হয় ৷

কাবেরী নদীর বিস্তার কর্ণাটক, তামিলনাড়ু।

কাবেরী দক্ষিণ ভারতের ‘পবিত্র নদী'। পবিত্রতার দিক থেকে 'দক্ষিণ ভারতের গঙ্গা' বলা হয়।


দক্ষিণ ভারতের অন্যান্য পূর্ববাহিনী নদী
পেন্নার, পেন্নয়ার, তাম্রপর্ণী, ভাইগাই, পালরে, রুশিকুল্লা।

0 মন্তব্যসমূহ