সুবর্ণরেখা নদী (৪৩০ কিমি)
● সুবর্ণরেখা নদীর উৎপত্তি ছোটনাগপুরের মালভূমি।
● হুডু জলপ্রপাত (রাঁচির নিকট) সুবর্ণরেখা নদীর নদীর উপর অবস্থিত।
● সুবর্ণরেখা নদীর বিস্তার ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওডিশা।
● সুবর্ণরেখা নদী ওডিশার বালেশ্বরের নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
মহানদী নদী (৮৫৮ কিমি)
● মহানদীর উৎপত্তি ছত্তিশগড়ের রায়পুর জেলার সিহওয়ার পাহাড়।
● কটক শহর মহানদীর তীরে অবস্থিত।
● মহানদীর মহানদীর বিস্তার ছত্তিশগড় ও ওডিশা।
● মহানদীর শাখানদী হল কাটাজুরি, কুশভদ্রা, বিরূপা, ভাগরবী, দয়া, দেবী।
● মহানদীর বামতীরের উপনদী শিবনাথ, হাঁসদেও, ইব, ম্যান্ড।
● মহানদীর ডানতীরে উপনদী জোঙ্গ, বৈতরণী, ব্রাহ্মণী ও ওঙ্গ।
● হিরাকুদ বাঁধ ও তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র মহানদী তীরে অবস্থিত।
● মহানদী চিল্কা হ্রদে মিশেছে।
গোদাবরী (১৪৬৫ কিমি)
● গোদাবরী নদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতের ত্র্যম্বক শৃঙ্গ (মহারাষ্ট্রের নাসিক জেলায়)।
● গোদাবরী নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী।
● গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা। এটিকে 'বুড়িগঙ্গা'ও বলা হয়।
● গোদাবরী অববাহিকা ভারতের দ্বিতীয় বৃহত্তম অববাহিকা (গঙ্গার পর)।
● গোদাবরী নদীর বিস্তার মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা।
● গোদাবরী নদীর শাখানদী গৌতমী, গোদাবরী, বশিষ্ঠ, বৈনতেয়।
● গোদাবরী নদীর বামতীরের উপনদী ইন্দ্রাবতী, সিল্পেরু, পেনগঙ্গা, ওয়ার্থা, ওয়েন গঙ্গা, প্রাণহিতা, শবরী।
● গোদাবরী নদীর ডানতীরের উপনদী মনজীরা (নিজাম সাগর বাঁধ নির্মিত হয়েছে)।
● পুধমা জলপ্রপাত সিল্লের নদীতে (ওডিশাতে) অবস্থিত।
কৃষ্ণানদী (১৪০০ কিমি)
● কৃষ্ণানদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ।
● কৃষ্ণার ব-দ্বীপ পাখির পায়ের ন্যায়।
● কৃষ্ণানদী দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী।
● কৃষ্ণা নদীর বিস্তার মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা।
● কৃষ্ণা নদী বিজওয়াড়ার নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
● কৃষ্ণা নদীর শাখানদী ভামসধারা ও নাগবতী।
● কৃষ্ণা নদীর উপনদী কয়না, ভার্মা, ইয়েরলা, ঘাটপ্রভা, মালপ্রভা, ভীমা, তুঙ্গভদ্রা, পঞ্চগঙ্গা, দুধগঙ্গা ও মুসী।
● কয়না সবচেয়ে ছোট উপনদী। কয়না বাঁধের জন্য বিখ্যাত।
কাবেরী নদী (৮০৫ কিমি)
● কাবেরী নদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরিশৃঙ্গ (১৩৪১ মিটার)।
● তিরুচিরাপল্লীর নিকট দুভাগে বিভক্ত হয়েছে। উত্তরাংশ কোলেরুন এবং দক্ষিণাংশ কাবেরী নামে পরিচিত। দুটি মিলে শ্রীরঙ্গম দ্বীপ সৃষ্টি করেছে।
● শিবসমুদ্রম ও হোগেকনাকল জলপ্রপাত কাবেরী নদীর ওপর অবস্থিত।
● কাবেরী নদীর উপনদী হেমবতী, শিমসা, কারানী, লক্ষণতীর্থ, ভবানী।
● কাবেরী নদীর ব-দ্বীপকে ‘দক্ষিণ ভারতের শস্যাগার' বলা হয় ৷
● কাবেরী নদীর বিস্তার কর্ণাটক, তামিলনাড়ু।
● কাবেরী দক্ষিণ ভারতের ‘পবিত্র নদী'। পবিত্রতার দিক থেকে 'দক্ষিণ ভারতের গঙ্গা' বলা হয়।
দক্ষিণ ভারতের অন্যান্য পূর্ববাহিনী নদী
পেন্নার, পেন্নয়ার, তাম্রপর্ণী, ভাইগাই, পালরে, রুশিকুল্লা।
0 মন্তব্যসমূহ