এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি:


একটি কক্ষ নিয়ে গঠিত যে আইনসভা তাকে এককক্ষবিশিষ্ট আইনসভা বলা হয়। এককক্ষবিশিষ্ট আইনসভার একটি মাত্র কক্ষের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আইনসভার যাবতীয় কাজকর্ম পরিচালনা করে থাকেন।


এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তিগুলি নিম্নে আলোচনা করা হল—
গণতন্ত্রসম্মত: এককক্ষবিশিষ্ট আইনসভায় প্রায় সকল সদস্যই জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি হওয়ায় এখানে গণতান্ত্রিক আদর্শ বজায় থাকে। এইরূপ আইনসভায় ব্যক্তিগত বা শ্রেণিগত স্বার্থের ঊর্ধ্বে জনস্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব বিভাজিত নয়: এককক্ষবিশিষ্ট আইনসভার সদস্যরা এককভাবে তাদের সম্পাদিত কাজের প্রতি দায়বদ্ধ থাকেন।
এইরূপ আইনসভায় একটিমাত্র কক্ষ থাকায় কাজের দায়িত্ব অপর কক্ষে অর্পণ করার কোনো সুযোগ থাকে না। কর্মসূচি গ্রহণ ও রূপায়ণের ক্ষেত্রে দায়িত্ব বিভাজিত হয় না বলেই তাদের কাজের সঠিক মূল্যায়ণ করা আরও বেশি সহজ হয়।

সুষ্ঠু ও সহজ পদ্ধতিতে আইন প্রণয়ন: এককক্ষবিশিষ্ট আইনসভায় বিতর্ক ও আলাপ-আলোচনার মাধ্যমে সুচিন্তিত আইন প্রণয়ন করা সম্ভব। এই কারণে এককক্ষবিশিষ্ট আইনসভায় অযথা আইন প্রণয়নে বিলম্ব ঘটে না।

জরুরি অবস্থার উপযোগী: একটি মাত্র কক্ষে জাতীয় স্বার্থ সংক্রান্ত বা জনস্বার্থ বিষয়ক কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন দেখা দিলে এককক্ষবিশিষ্ট আইনসভা জরুরি অবস্থাতেও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তিগুলি নিম্নে উল্লেখ করা হল—
ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী স্বৈরাচারী আইন প্রণয়ন: আইনসভা এককক্ষবিশিষ্ট হলে জনকল্যাণকর আইনের পরিবর্তে দলীয় ইচ্ছা বলবৎ হওয়ার ফলে শাসকদল স্বৈরাচারী হয়ে উঠতে পারে।

কাজের চাপ বৃদ্ধি: আইনসভার কাজ উত্তরোত্তর বৃদ্ধি পায়। কিন্তু এককক্ষবিশিষ্ট আইনসভার দায়িত্ব বিভাজিত হয় না বলে সুষ্ঠুভাবে সকল কার্যাবলি সম্পাদিত হতে পারে না।

যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী: যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্য জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্বার্থের সমন্বয়ের উপর নির্ভর করে। দুটি কক্ষ থাকলে আইনসভার একটি কক্ষ জাতীয় স্বার্থ,
অপর কক্ষটি আঞ্চলিক স্বার্থকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কিন্তু এককক্ষবিশিষ্ট আইনসভায় একটিমাত্র কক্ষ থাকার জন্যই এখানে আঞ্চলিক স্বার্থটি উপেক্ষিত থাকে।

পরিবর্তনশীল জনমতের স্বার্থ উপেক্ষিত হয়: এককক্ষবিশিষ্ট আইনসভার সদস্যরা একই সময়ে নির্বাচিত হন, ফলে পরিবর্তিত জনমতের চাহিদা এককক্ষবিশিষ্ট আইনসভার সদস্যরা পুরণ করতে সক্ষম হন না।

0 মন্তব্যসমূহ