ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অন্যতম প্রবক্তা হলেন— মতেস্কু। তাঁর মতে, একই ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীভূত হলে ব্যক্তিস্বাধীনতা সংরক্ষিত হতে পারে না। তাই সরকারের তিন শ্রেণির ক্ষমতা তিনটি পৃথক বিভাগের দ্বারা পরিচালিত হওয়া উচিত।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি:
মতেস্কু প্রদত্ত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি নিম্নে আলোচনা করা হল—
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি:
বিভাগীয় স্বাধীনতা: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের প্রতিটি বিভাগের রক্ষাকবচ হিসেবে কাজ করে। কোনো বিভাগ অপর কোনো বিভাগকে নিয়ন্ত্রণ করে না।
দায়িত্বশীলতা বৃদ্ধি: প্রত্যেক বিভাগ নিজেদের দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকে। প্রত্যেক বিভাগের কাজ সম্বন্ধে নাগরিকরা সচেতন থাকে বলেই বিভাগীয় দায়িত্বশীলতা বৃদ্ধি পায়।
স্বৈরাচারিতা রোধ: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগের ফলে কোনো বিভাগের হাতে ক্ষমতার কেন্দ্রীভবন ঘটে না। ফলে সরকারের তিনটি বিভাগের মধ্যে কোনো বিভাগই স্বৈরাচারী হয়ে উঠতে পারে না।
ব্যক্তিস্বাধীনতা রক্ষা: মতেস্কুর মতে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যক্তিস্বাধীনতার পক্ষে উপযোগী। এই কারণেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন কাজ পৃথকভাবে বিভিন্ন বিভাগের উপর অর্পণ করা উচিত।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি:
বাস্তব প্রয়োগ অসম্ভব: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বাস্তব প্রয়োগ সম্ভব নয়, কারণ পারস্পরিক সহযোগিতাই হল গণতান্ত্রিক সরকারের ভিত্তি, এখনও কোনো-না-কোনোভাবে এক বিভাগ অপর বিভাগকে নিয়ন্ত্রণ করতে বা অন্য বিভাগের উপর প্রভাব বিস্তার করতে পারে।
স্বাধীনতার রক্ষাকবচ হতে পারে না: ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকরী হলে ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ণ হয় এবং স্বৈরাচারিতার পথ প্রশস্ত হয়। তাই এই নীতিটি স্বাধীনতার রক্ষাকবচ হয়ে উঠতে পারে না।
দায়িত্বহীনতা: প্রতিটি বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করলে নিজেদের দায় অপর বিভাগের উপর চাপানোর চেষ্টা করতে পারে, তাতে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
জনকল্যাণে প্রতিবন্ধকতা সৃষ্টি: আধুনিক কল্যাণকামী রাষ্ট্রে সরকারকে জনকল্যাণমুখী কাজকর্ম করতে হয়, তাই নীতিটি প্রযুক্ত হলে পরস্পরের মধ্যে ঐক্য নষ্ট হয়ে যাবে, ফলে জনস্বার্থ জড়িত কল্যাণমূলক কাজ ব্যাহত হবে।
পরিশেষে বলা যায়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি থাকা সত্ত্বেও এই নীতির গুরুত্বকে কখনই অস্বীকার করা সম্ভব নয়।
1 মন্তব্যসমূহ
Khamotha shantri kodom nitin beak jugupti dao
উত্তরমুছুন