কবুলিয়ত ও পাট্টা: (Kabuliyat and Patta).


শেরশাহ রাজস্ব ব্যবস্থাকে সুসংহত করার জন্য কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন করেন। রাজস্ব নির্ধারণের জন্য তিনি সাম্রাজ্যের সমস্ত জমি জরিপ করার প্রথা চালু করেন এবং উৎপাদন শক্তি অনুযায়ী জমিগুলোকে ভাল, মাঝারি ও মন্দ এই তিন শ্রেনীতে ভাগ করেন।

কৃষি জমিতে সম্রাটের কী খাজনা প্রাপ্য তা স্বীকার করে কৃষককে দিতে হত লিখিত কবুলিয়াত।

জমিতে প্রজার স্বত্ব ও দেয় খাজনা উল্লেখ করে প্রতিটি প্রজাকে পাট্টা নামে এক দলিল দেওয়া হত।
মূলত এই দুই পত্রে সরকার ও কৃষকদের দেনা-পাওনার কথা পরিষ্কার লেখা থাকতো। কবুলিয়ত ও পাট্টা প্রথার মাধ্যমে সম্রাট ও কৃষকের পরস্পরের অধিকার ও কর্তব্য সুরক্ষিত হয়েছিল।

0 মন্তব্যসমূহ