খানুয়ার যুদ্ধ:
নবগঠিত মুঘল সাম্রাজ্যের নিরাপত্তার জন্য বাবর মেবারের রানা সঙ্গের বিরুদ্ধে ১৫২৭ খ্রিস্টাব্দে যে যুদ্ধ করেন, তা খানুয়ার যুদ্ধ নামে পরিচিত। ভারতবর্ষের বহু যুদ্ধের নায়ক রানা সঙ্গ অসামান্য বীরত্ব প্রদর্শন করেও এই যুদ্ধে পরাজিত হন।ঘর্ঘরার যুদ্ধ:
ইব্রাহিম লােদির ভাই মামুদ লােদির নেতৃত্বে পূর্ব ভারতের আফগান নেতারা সংঘবদ্ধ হন। বাংলার শাসক নসরৎ শাহও আফগানদের পক্ষে যােগ দেন। মামুদ লােদির সম্মিলিত বাহিনীর সঙ্গে ১৫২৯ খ্রিস্টাব্দে পাটনার উত্তরে গঙ্গা ও ঘর্ঘরা (বা গােগরা) নদীর সঙ্গমস্থলে বাবরের নেতৃত্বে মুঘল বাহিনীর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ ঘর্ঘরার বা গােগরার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে আফগানরা পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করে। ভারতবর্ষে মুঘল আধিপত্য সুদৃঢ় হয়।
0 মন্তব্যসমূহ