প্রাচীন ভারতের ইতিহাস: (History of Ancient India). ১৫০+ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, পর্ব - ১

                   প্রাচীন ভারতের ইতিহাস;


১. প্রাচীন ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কি?
উঃ- রাজতরঙ্গিনী।

২. রাজতরঙ্গিনীর রচয়িতা কে?
উঃ- কলহন।

৩. রাজতরঙ্গিনীতে কোথাকার ইতিহাস বর্ণিত আছে?
উঃ- প্রাচীন কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত আছে।

৪. অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে?
উঃ- প্রত্নতাত্ত্বিক জেম্স প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন।

৫. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
উঃ- কবি হরিষেণ।

৬. এলাহাবাদ প্রশস্তি নামক অনুশাসনে কার শাসন বর্ণিত আছে?
উঃ- সম্রাট সমুদ্রগুপ্তের।

৭. আইহোল প্রশস্তি কে রচনা করেন?
উঃ- কবি রবিকীর্তি।

৮. আইহোল প্রশস্তি নামক অনুশাসনে কার শাসন বর্নিত আছে?
উঃ- চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর।

৯. অর্থশাস্ত্র কে রচনা করেন?
উঃ- কৌটিল্য।

১০. হর্ষচরিত -এর রচয়িতা কে?
উঃ- কবি বাণভট্ট।

১১. রামচরিতের রচয়িতা কে?
উঃ- সন্ধ্যাকর নন্দী।

১২. বিক্রমাঙ্কদেবচরিতের রচয়িতা কে?
উঃ- কবি বিহ্লন।

১৩. ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে?
উঃ- মেগাস্থিনিস।

১৪. অল্-বেরুনী ভারত সম্বন্ধে যে গ্রন্তটি রচনা করেন সেটির নাম কি?
উঃ- তহকিক্‌-ই হিন্দ বা কিতাব-উল-হিন্দু।

১৫. হস্তিগুম্ফা লিপি কার আমলে লেখা হয়?
উঃ- কলিঙ্গরাজ খারবেলের আমলের।

১৬. জুনাগর শিলালিপি থেকে কার কথা জানা যায়?
উঃ- শকরাজ রুদ্রদামনের।

১৭. নাসিক শিলালিপি কার আমলে?
উঃ- সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্ণীর।

১৮. ভারতে পুরাতন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে এমন দুটি জায়গার নাম লেখ?
উঃ- মাদ্রাজের চিঙ্গলপুট ও বিহারের মুঙ্গের জেলার নানা জায়গায়।

১৯. সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম যে ধাতুটির ব্যবহার শুরু করে তার নাম কি?
উঃ- তামা।

২০. ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতার নাম কি?
উঃ- হরপ্পা সভ্যতা।

২১. কখন হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার হয়?
উঃ- ১৯২১ খ্রিস্টাব্দে প্রথম হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়।

২২. মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন?
উঃ- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

২৩. হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন?
উঃ- দয়ারাম সাহানী।

২৪. মহেঞ্জোদারো সভ্যতা কখন আবিষ্কার হয়?
উঃ- ১৯২২ খ্রিস্টাব্দে।

২৫. হরপ্পা সভ্যতা কি ধরনের সভ্যতা?
উঃ- হরপ্পা সভ্যতা নগর-কেন্দ্রিক সভ্যতা।

২৬. সিন্ধু সভ্যতায় কোন ধাতুর প্রচলন ছিল না?
উঃ- সিন্ধু উপত্যকায় লোহার প্রচলন ছিল না।

২৭. আর্যদের প্রধান বাহন কি ছিল?
উঃ- ঘোড়া।

২৮. আর্যরা কখন ভারতে আসেন?
উঃ- আর্যরা খ্রিঃ পূঃ ২০০০ থেকে ১৫০০ অব্দের মধ্যে ভারতে আসে।

২৯. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি?
উঃ- ঋকবেদ।

৩০. আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি?
উঃ- আর্যদের প্রাচীনতম গ্রন্থ ঋকবেদ।

৩১. বেদ কি নামে পরিচিত?
উঃ- বেদ শ্রুতি নামে পরিচিত।

৩২. উপনিষদ কাকে বলে?
উঃ- বেদের শেষ ভাগ বা বেদান্তকে উপনিষদ বলে।

৩৩. বেদ শব্দের অর্থ কি?
উঃ- বেদ শব্দের অর্থ জ্ঞান।

৩৪. আর্য পরিবারের প্রধান বা কর্তা কে ছিলেন?
উঃ- পিতা।

৩৫. আর্যদের প্রধান জীবিকা কি ছিল?
উঃ- কৃষিকাজ ও পশুপালন।

৩৬. আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম লেখ?
উঃ- নিষ্ক ও মনা।

৩৭. আর্যদের ধর্মাচরণের পথ কি ছিল?
উঃ- যজ্ঞ।

৩৮. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হত?
উঃ- গ্রামণী।

৩৯. প্রাচীন আর্য রাজা কিসের দ্বারা রাজ্য পরিচালনা করতেন?
উঃ- সভা ও সমিতি নামে দুটি জন-পরিষদের সাহায্যে রাজ্য পরিচালনা করতেন।

৪০. জৈনধর্মের প্রথম তীর্থঙ্কর কে?
উঃ- ঋষভনাথ।

৪১. জৈন দের শেষ তীর্থঙ্করের নাম কি?
উঃ- বর্ধমান মহাবীর।

৪২. মহাবীর জৈনদের কত তম তীর্থঙ্কর?
উঃ- চব্বিশতম তীর্থঙ্কর।

৪৩. জৈনদের ২৩ তম তীর্থঙ্করের নাম কি?
উঃ- পার্শ্বনাথ।

৪৪. জৈনধর্মের প্রধান প্রবর্তক কে?
উঃ- বর্ধমান মহাবীর।

৪৫. জিন শব্দের অর্থ কি?
উঃ- রিপুজয়ী বা জিতেন্দ্রীয়।

৪৬. জৈন কাদের বলা হয়?
উঃ- মহাবীরের ধর্মাবলম্বীদের।

৪৭. তীর্থঙ্কর কাদের বলা হত?
উঃ- জৈন মহাপুরুষদের।

৪৮. মহাবীর দেহত্যাগ করেন কোথায়?
উঃ- বিহারের পাবা নামক স্থানে।

৪৯. জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
উঃ- দ্বাদশ অঙ্গ।

৫০. জৈনরা কোন কোন সম্প্রদায় বিভক্ত ছিল?
উঃ- জৈনরা শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায়ে বিভক্ত ছিল।

৫১. গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ- গৌতম বুদ্ধ কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন।

৫২. গৌতম বুদ্ধের গৃহত্যাগকে কি বলা হয়?
উঃ- গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে মহাভিনিষ্ক্রমণ বলা হয়েছে।

৫৩. গৌতমবুদ্ধ যে স্থানটিতে সিদ্ধিলাভ করেন সেটির বর্তমান নাম কি?
উঃ- বুদ্ধগয়া।

৫৪.  বুদ্ধদেবের দেহত্যাগকে কি বলে?
উঃ- মহাপরিনির্বাণ।

৫৫. বুদ্ধদেব কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন?
উঃ- বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে ৪০ বছর বয়সে।

৫৬. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
উঃ- ত্রিপিটক।

৫৭. ত্রিপিটক কোন ভাষায় রচিত?
উঃ- ত্রিপিটক পালি ভাষায় রচিত।

৫৮. ত্রিপিটক কার তত্ত্বাবধানে রচিত হয়?
উঃ- বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপের।

৫৯. বুদ্ধের পূর্ব জন্মের কার্যাবলী কোন গ্রন্থে সংকলিত আছে?
উঃ- জাতক।

৬০. বৌদ্ধরা কোন কোন সম্প্রদায় বিভক্ত?
উঃ- বৌদ্ধরা মহাযান ও হীনযান সম্প্রদায়ে বিভক্ত।

৬১. মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- বিম্বিসার।

৬২. বিম্বিসারের উপাধি কি ছিল?
উঃ- শৌণিক।

৬৩. অজাতশত্রুর উপাধি কি ছিল?
উঃ- কুনিক।

৬৪. পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন?
উঃ- উদয়ী।

৬৫. নন্দবংশ প্রতিষ্ঠা কে?
উঃ- মহাপদ্মনন্দ।

৬৬. নন্দ বংশের শেষ রাজার নাম কি?
উঃ- ধননন্দ।

৬৭. আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে কে রাজত্ব করতেন?
উঃ- ধননন্দ।

৬৮. ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন?
উঃ- চন্দ্রগুপ্ত মৌর্য।

৬৯. মৌর্যবংশ কে প্রতিষ্ঠা করেন?
উঃ- চন্দ্রগুপ্ত মৌর্য।

৭০. কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসন দখল করেন?
উঃ- চাণক্যের।

৭১. চন্দ্রগুপ্ত মৌর্য কখন সিংহাসনে বসেন?
উঃ- চন্দ্রগুপ্ত মৌর্য ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন।

৭২. কখন মেগাস্থিনিস এদেশে আসেন?
উঃ- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস এদেশে আসেন।

৭৩. চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মে দীক্ষা গ্রহণ করেন?
উঃ- চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্মের দীক্ষা গ্রহণ করেন।

৭৪. বিন্দুসার কি উপাধি নেন?
উঃ- অমিত্রঘাত।

৭৫. মৌর্যবংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উঃ- অশোক।

৭৬. অশোক কখন সিংহাসনে বসেন?
উঃ- অশোক ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন।

৭৭. অশোকের রাজ্যাভিষেক কখন হয়?
উঃ- ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্যাভিষেক হয়।

৭৮. প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন?
উঃ- সম্রাট অশোক প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন।

৭৯. সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল?
উঃ- পাটলিপুত্র।

৮০. অশোক কার কাছে বৌদ্ধধর্মে দীক্ষা নেন?
উঃ- বৌদ্ধভিকু উপগুপ্তের কাছে অশোক বৌদ্ধধর্মে দীক্ষা নেন।

৮১. মৌর্য বংশের শেষ সম্রাটের নাম কি?
উঃ- বৃহদ্রথ।

৮২. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- পুষ্যমিত্র শুঙ্গ।

৮৩. আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন?
উঃ- ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে।

৮৪. কে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন?
উঃ- তক্ষশিলার শাসক রাজা অম্ভি।

৮৫. হিদাস্পিসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ- আলেকজান্ডার ও পুরুর।

৮৬. কখন আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ হয়েছিল?
উঃ- ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে।

৮৭. মেগাস্থিনিস কে ছিলেন?
উঃ- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রীক দূত।

৮৮. মিনান্দার কে ছিলেন?
উঃ- ভারতে সর্বশ্রেষ্ঠ ইন্দো-গ্রীক রাজা।

৮৯. মিনান্দারের জন্ম কোথায় হয়?
উঃ- আলসান্দা দ্বীপের কালসাই গ্রামে।

৯০. ইন্দো-গ্রীক রাজা মিনান্দার কোন ধর্ম গ্রহণ করেন?
উঃ- বৌদ্ধধর্ম।

৯১.  মিলিন্দপঞহ কার লেখা?
উঃ- নাগসেন।

৯২. কুষাণরা কোন জাতির অন্তর্গত?
উঃ- ইউ-চি জাতি।

৯৩. ভারতে কুষাণদের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ- কণিষ্ক।

৯৪. কণিষ্ক কখন সিংহাসনে বসেন?
উঃ- ৭৮ খ্রিস্টাব্দে।

৯৫. কণিষ্কের রাজধানী কোথায় ছিল?
উঃ- পুরুষপুর বর্তমান পেশোয়ার।

৯৬. শকাব্দ কে প্রচলন করেন?
উঃ- কণিষ্ক।

৯৭. শকাব্দ কখন প্রচলন হয়?
উঃ- ৭৮ খ্রিস্টাব্দে।

৯৮. দ্বিতীয় অশোক কাকে বলে অভিহিত করা হয়?
উঃ- কুষাণ সম্রাট কণিষ্ককে।

৯৯. কনিষ্ক কোথায় বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করেছিলেন?
উঃ- কনিষ্ক কাশ্মীর, জলন্ধর, কান্দাহার ও পুরুষপুরে বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করেন।

১০০. চরক কে ছিলেন?
উঃ- কণিষ্কের শাসনকালে ভারতে সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন আয়ুর্বেদাচার্য চরক।

১০১. ভারতে চিকিৎসাশাস্তে অস্ত্রোপচার প্রচলন করেন কে?
উঃ- চরক।

১০২. বুদ্ধচরিত -এর রচয়িতা কে?
উঃ- কবি অশ্বঘোষ।

১০৩. অশ্বঘোষ কে ছিলেন?
উঃ- সম্রাট কণিষ্কের সভাকবি।

১০৪. নাগার্জুন কে ছিলেন?
উঃ- কণিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন নাগার্জুন।

১০৫. কুষাণ যুগের শ্রেষ্ঠ শিল্প কি?
উঃ- গান্ধার শিল্প।

১০৬. গান্ধার শিল্পরীতি কি ধরনের শিল্প?
উঃ- গ্রীক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গঠিত একটি শিল্প।

১০৭. সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
উঃ- গৌতমীপুত্র সাতকর্ণী।

১০৮. গুপ্তবংশ প্রতিষ্ঠা কে করেন?
উঃ- শ্রীগুপ্ত।

১০৯. প্রথম চন্দ্রগুপ্ত কখন সিংহাসনে বসেন?
উঃ- ৩২০ খ্রিস্টাব্দে।

১১০. গুপ্তাব্দ প্রচলন হয় কখন থেকে?
উঃ- ৩২০ খ্রিস্টাব্দ থেকে।

১১১. সমুদ্রগুপ্তের মাতার নাম কি?
উঃ- কুমারদেবী।

১১২. কে পরাক্রমা উপাধি গ্রহণ করেন?
উঃ- সম্রাট সমুদ্রগুপ্ত।

১১৩. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
উঃ- সম্রাট সমুদ্রগুপ্তকে।

১১৪. কবিরাজ উপাধিতে ভূষিত হন কে?
উঃ- সমুদ্রগুপ্ত।

১১৫. সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্যবিজয় কাহিনী বিবৃত আছে কোথায়?
উঃ- এলাহাবাদ প্রশস্তিতে।

১১৬. সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি?
উঃ- হরিষেণ।

১১৭. বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

১১৮. কে শকারি উপাধি গ্রহণ করেন?
উঃ- সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

১১৯. ফা-হিয়েন কখন ভারতে আসেন?
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে।

১২০. ফা-হিয়েন -এর ভারতবিষয়ক ভ্রমণ কাহিনীটির নাম কি?
উঃ- ফো-কুয়ো-কিং।

১২১. হন আক্রমণ প্রতিহত করেন কে?
উঃ- সম্রাট স্কন্দগুপ্ত।

১২২. কোন সময়কে সুবর্ণযুগ বলা হয়?
উঃ- প্রাচীন ভারতে গুপ্তবংশের শাসনকালকে সুবর্ণযুগ বলা হয়।

১২৩. গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন?
উঃ- চিকিৎসা-বিজ্ঞানের কিংবদন্তী ধন্বন্তরী।

১২৪. ভারতে প্রবেশকারী হুণরা কি নামে পরিচিত?
উঃ- শ্বেতহুণ।

১২৫. কখন তোরমানের নেতৃত্বে ভারতে প্রথম হুণ আক্রমণ হয়েছিল?
উঃ- স্কন্দগুপ্তের মৃত্যুর পর।

১২৬. ভারতে সবচেয়ে দূর্ধর্ষ হুণ নায়কটির নাম কি?
উঃ- মিহিরকুল বা মিহিরগুল।

১২৭. হুণ-নায়ক মিহিরগুলের রাজধানীর নাম কি?
উঃ- শাকল বর্তমান শিয়ালকোট।

১২৮. ভারতের এ্যাটিলা কাকে বলা হয়?
উঃ- মিহিরগুল।

১২৯. বাংলার প্রথম সার্বভৌম নরপতির নাম কি?
উঃ- শশাঙ্ক।

১৩০. শশাঙ্কের রাজধানীর নাম কি?
উঃ- কর্ণসুবর্ণ।

১৩১. শশাঙ্ক কার উপাসক ছিলেন?
উঃ- শিবের।

১৩২. পুষ্যভৃতি রাজাদের রাজধানী কোথায় ছিল?
উঃ- থানেশ্বর।

১৩৩. হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেন কখন?
উঃ- ৬০৬ খ্রিস্টাব্দে।

১৩৪. হর্ষবর্ধন কোথায় তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিল?
উঃ- কনৌজে।

১৩৫. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উঃ- হর্ষবর্ধন।

১৩৬. কাকে সকলোত্তরাপথনাথ বলা হত?
উঃ- হর্ষবর্ধনকে।

১৩৭. হর্ষচরিত -এর রচয়িতা কে?
উঃ- বাণভট্ট।

১৩৮. দক্ষিণ ভারতে কোন রাজার কাছে হর্ষবর্ধন পরাজিত হন?
উঃ- চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী।

১৩৯. হর্ষবর্ধন রচিত নাটকগুলির নাম কি?
উঃ- নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা।

১৪০. কার রাজত্বকালে হিউয়েন সাঙ এদেশে আসেন?
উঃ- হর্ষবর্ধন।

১৪১. হিউয়েন-সাঙ -এর ভ্রমণ বৃত্তান্তটির নাম কি?
উঃ- সি-ইউ-কি।

১৪২. কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করতেন?
উঃ- হর্ষবর্ধন।

১৪৩. বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- রাজা গোপাল।

১৪৪.  বাংলার প্রথম নির্বাচিত রাজা কে?
উঃ- গোপাল।

১৪৫. কে বিক্রমশীল উপাধি গ্রহণ করেন?
উঃ- রাজা ধর্মপাল।

১৪৬.  কৈবর্ত বিদ্রোহের নায়ক কে?
উঃ- দিব্য বা দিব্বোক।

১৪৭. বাংলার সেন বংশের শেষ রাজা কে?
উঃ- লক্ষণ সেন।

১৪৮. কোন তুর্কী বিজেতা নদীয়া অধিকার করেন?
উঃ- ইক্তিয়ারউদ্দীন মহম্মদ বিন বক্তিয়ার খলজী।

১৪৯. কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উঃ- ত্রিভুবনমল্ল বিক্রমাদিত্য বা ষষ্ঠ বিক্রমাদিত্য।

১৫০. মিতাক্ষরা আইন রচনা করেন কে?
উঃ- শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর।

১৫১.  পল্লব বংশের শেষ রাজার নাম কি?
উঃ- অপরাজিত বর্মণ।

১৫২. চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি?
উঃ- রাজেন্দ্ৰ চোল।

১৫৩. কৌলিন্য -প্রথা প্রবর্তন করেন কে?
উঃ- বল্লাল সেন।

১৫৪. রামচরিত কে রচনা করেন?
উঃ- কবি সান্ধ্যকর নন্দী।

১৫৫. পাল যুগে বাংলার শ্রেষ্ঠ কবির নাম কি?
উঃ- সন্ধ্যাকর নন্দী।

১৫৬. দানসাগর গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- বল্লাল সেন।

১৫৭. গীতগোবিন্দ কে রচনা করেন?
উঃ- কবি জয়দেব।

১৫৮. পূর্ব ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পর জগৎ বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উঃ- বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়।

১৫৯. পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন?
উঃ- মনীষী চক্রপাণি দত্ত।

১৬০.  পাল যুগের দু -জন শিল্পীর নাম লেখ?
উঃ- ধীমান ও তাঁর পুত্র বীতপাল।

১৬১. সেন যুগে বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যক্তির নাম লেখ?
উঃ- শূলপাণি যিনি একাধারে শিল্পী ও স্মৃতিশাস্ত্রজ্ঞ ছিলেন।

১৬২. পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণকার্য শুরু করেন কে?
উঃ- উড়িষ্যার গঙ্গ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা অনন্তবর্মণ চোড়গঙ্গ।

১৬৩. কোণারকের সূর্য মন্দিরটি নির্মাণ কে করেন?
উঃ- উড়িষ্যার রাজা প্রথম নরসিংহ।

১৬৪. পল্লব রাজাদের রথমন্দিরগুলি কোথায় অবস্থিত?
উঃ- মহাবলিপুরমে অবস্থিত।

১৬৫. অতীশ দীপঙ্কর কে ছিলেন?
উঃ- মহাযান -পন্থী বৌদ্ধ পণ্ডিত। যিনি তিব্বতে বৌদ্ধধর্মের সংস্কার ও প্রসার করেন।

১৬৬. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণুমন্দিরের নাম কি?
উঃ- আঙ্করভাটের বিষ্ণুমন্দির।

১৬৭. সুমাত্রার শৈলেন্দ্ররাজাদের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি কি?
উঃ- বরোবুদুরের স্তূপ।

১৬৮. পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় কাকে?
উঃ-  বরোবুদুরের স্তূপকে।

0 মন্তব্যসমূহ