মার্কসবাদ কাকে বলে? মার্কসবাদের উৎস গুলি কি কি?


রাষ্ট্রবিজ্ঞানে মার্কসীয় মতবাদ একটি সর্বাধুনিক গুরুত্বপূর্ণ সংযোজন। কার্ল মার্কস ও এঙ্গেলসের যৌথ দর্শনকেই মার্কসবাদ বলা হয়। লেনিনের মতে 'মার্কসের দৃষ্টিভঙ্গি ও শিক্ষাসূচিই মার্কসবাদ'। এক কথায় বলতে গেলে মার্কস এবং এঙ্গেলসের মানব সমাজের উৎপত্তি, বিকাশ এবং ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানসম্মত ভাবে সমাজ পরিবর্তনের যে তত্ত্ব প্রকাশ করেন তাকে মার্কসবাদ বলা হয়।

মার্কসবাদের উৎস:
মার্কসবাদ কোন একটি উৎস থেকে সৃষ্টি হয়নি। মার্কসের চিন্তার উপাদান গুলি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। মার্কসবাদ এর উৎস হিসাবে প্রধানত তিনটি ধারাকে চিহ্নিত করা হয়। উইলিয়াম টমসন ও টমাস হগসকিন মার্কসের চিন্তাকে প্রবাহিত করেছিল। তাই মার্কসবাদের উৎস কে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হল-

ঐতিহাসিক উৎস:
ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবের ফলে ইউরোপে শ্রমিক শ্রেণির আবির্ভাব ঘটে এবং এর পরিণতিতে শ্রমিক আন্দোলনের সূত্রপাত ঘটে। শ্রমজীবী মানুষের এই আন্দোলন তাৎপর্যপূর্ণ ঘটনা এবং এই ঘটনাই মার্কসবাদের অন্যতম উৎস রূপে পরিচিত।

তত্ত্বগত উৎস:
মার্কসবাদের তত্ত্বগত উৎসকে তিন ভাগে ভাগ করা যায়, যথা—

জার্মান দর্শন:
মার্কসবাদের আত্মপ্রকাশে জার্মান ভাববাদের অবদান অনস্বীকার্য। হেগেলের বাদ, প্রতিবাদ, সম্বাদ এবং ফয়েরবাখের কাছ থেকে বস্তুবাদ ধারনাটি সযত্নে পরিচর্যা করে তাকে বাস্তবায়িত করেছেন। অর্থাৎ তিনি বস্তুবাদী দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করে তাকে দ্বান্দ্বিক পদ্ধতিতে প্রয়োগ করে একটি সুসংহত বৈজ্ঞানিক মতবাদ গড়ে তুলেছিলেন।

ব্রিটিশ অর্থশাস্ত্র:
ব্রিটিশের বিখ্যাত ক্ল্যাসিকাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ মূল্যের শ্রমতত্ত্ব আবিষ্কার করেন এবং ডেভিড রিকার্ডো এই তত্ত্বকে বিকশিত করেন। মার্কস এদের রাষ্ট্রীয় অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে দেখান যে, কোনো দ্রব্য উৎপাদনে যে পরিমাণ শ্রম ওই দ্রব্যের মধ্যে নিহিত থাকে তার দ্বারা দ্রব্যের বিনিময় মূল্য নির্ধারিত হয়। এই বিশ্লেষণের মাধ্যমেই মার্কসের বিখ্যাত উদবৃত্ত মূল্যতত্ত্ব আবিষ্কৃত হয়।

ফরাসি সমাজতন্ত্র:
মার্কসবাদের তৃতীয় উৎস হল ফরাসি সমাজতন্ত্র। শ্রেণী সংগ্রাম এবং সাম্যবাদী সমাজের প্রতিষ্ঠা সম্পর্কিত তত্ত্ব রচনা করতে গিয়ে ফরাসি সমাজতন্ত্রী সাঁ সিমোঁ, সার্ল ফুরিয়ে, কাবে প্রমুখের লেখা থেকে মার্কস প্রভাবিত হয়েছিলেন।

0 মন্তব্যসমূহ