মধ্য প্রস্তর যুগ: (Mesolithic Age).

মধ্য প্রস্তর যুগ হলোসিন যুগের অন্তর্গত। উত্তর ইউরোপ এবং রাজস্থান, গুজরাট -সহ ভারতের নানান জায়গায় মধ্য প্রস্তর যুগের নিদর্শন দেখতে পাওয়া যায়।


মধ্য প্রস্তর যুগের সময়কাল:
আনুমানিকভাবে মনে করা হয় যে, খ্রিস্টপূর্ব ১৫,০০০ অব্দ থেকে শুরু হয়ে খ্রিস্টপূর্ব ১০,০০০ অব্দ (মতান্তরে ১১,০০০–৮,০০০ খ্রিঃ পূর্বাব্দ) পর্যন্ত মধ্য প্রস্তর যুগ বিস্তৃত ছিল।

মধ্য প্রস্তর যুগের জীবিকা:
পশুশিকার ও ফলমূল সংগ্রহ ছিল মধ্য প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা। এ ছাড়া, নদী ও সমুদ্রের মাছ এবং শামুকও তারা সংগ্রহ করত।

মধ্য প্রস্তর যুগের হাতিয়ার:
এই যুগের পাথরের হাতিয়ারগুলি আকারে ক্ষুদ্র হওয়ায় মধ্য প্রস্তর যুগ ক্ষুদ্র প্রস্তর যুগ নামেও পরিচিত। এই যুগে মানুষ হারপুন, বড়শি ইত্যাদি হাতিয়ার হিসেবে ব্যবহার করত।

মধ্য প্রস্তর যুগের মানব দেহের গঠন:
এই যুগের মানুষের দেহের গঠন ছিল বেশ বলিষ্ঠ। নারী ও পুরুষ লম্বায় ছিল যথাক্রমে ১৭০-১৮০ সেমি। তবে পশুর আক্রমণ ও প্রাকৃতিক বিপর্যয় তাদের অল্প বয়সে প্রাণ হারাতে হত।

মধ্য প্রস্তর যুগের সংস্কৃতির অন্যান্য দিক:
মধ্য প্রস্তর যুগের হাতিয়ার মধ্য প্রস্তর যুগের মানুষ ছিল আংশিকভাবে যাযাবর প্রকৃতির। তারা যাতায়াতের সুবিধার্থে কুকুরে টানা স্লেজ গাড়ি এবং নৌকা ব্যবহার করত। পৃথিবীর বিভিন্ন জায়গায় মধ্য প্রস্তর যুগের সময়কালে আঁকা মানুষ ও পশুর চিত্র পাওয়া যায়।

0 মন্তব্যসমূহ