পশ্চিমা বায়ু হল একপ্রকারের নিয়ত বায়ু। দক্ষিণ গোলার্ধে ৪০° থেকে ৬০° অক্ষরেখার মধ্যে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু উন্মুক্ত মহাসাগরের ওপর দিয়ে প্রায় সারাবছরই বাধাহীনভাবে ও প্রবলবেগে সশব্দে প্রবাহিত হয়। এজন্য একে 'পশ্চিমা বায়ু' বা 'প্রবল পশ্চিমা বায়ু' (brave west wind) নামে অভিহিত করা হয়।
পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য:
- পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে ৪০° থেকে ৬০° অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়।
- দক্ষিণ গোলার্ধে ৪০° অক্ষাংশের পর স্থলভাগ বিশেষ না থাকায় এই বায়ুপ্রবাহের গতির ওপর ঘর্ষণজনিত বাধা কম পড়ে।
পশ্চিমা বায়ুর শ্রেণীবিভাগ:
গতিপথ অনুযায়ী এটি মূলত দুই প্রকার। যথাঃ
দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু:
উত্তর গোলার্ধের কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু ফেরেলের সূত্র অনুসারে ডানদিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। একে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু বলে।
উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু:
দক্ষিণ গোলার্ধের মকরীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু ফেরেলের সূত্রানুসারে বামদিকে বেঁকে উত্তর-পশ্চিম দিক থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। একে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু বলে।
গতিপথ অনুযায়ী এটি মূলত দুই প্রকার। যথাঃ
দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু:
উত্তর গোলার্ধের কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু ফেরেলের সূত্র অনুসারে ডানদিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। একে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু বলে।
উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু:
দক্ষিণ গোলার্ধের মকরীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু ফেরেলের সূত্রানুসারে বামদিকে বেঁকে উত্তর-পশ্চিম দিক থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। একে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু বলে।
0 মন্তব্যসমূহ