দক্ষিণ গোলার্ধে ৪০° অক্ষরেখা বরাবর সশব্দে প্রবাহিত উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ুকে গর্জনশীল চল্লিশা বলা হয়।
গর্জনশীল চল্লিশা সৃষ্টির কারণ:
দক্ষিণ গোলার্ধে ৪০° অক্ষাংশের পর স্থলভাগ বিশেষ থাকে না। ফলে ৬০° অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলরাশির ওপর দিয়ে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় বিশেষ বাধাপ্রাপ্ত হয় না। বিশেষ করে ৪০° অক্ষাংশের কাছাকাছি এই বায়ু সারাবছরই প্রবলবেগে সশব্দে প্রবাহিত হয়।
0 মন্তব্যসমূহ