আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ

নিরক্ষীয় অঞ্চলে একটি স্থায়ী নিম্নচাপ বলয় আছে যাকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। বায়ুচাপের সমতা রক্ষার জন্য এই নিম্নচাপ বলয়ের দু-দিকে অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে দুটি আয়ন বায়ু  উত্তর-পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে এই দুটি আয়ন বায়ু পরস্পরের সঙ্গে মিলিত হয়। এই অঞ্চলকে বলা হয় আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ (Inter Tropical Convergence Zone)।


ITCZ -এর বৈশিষ্ট্য:
  • এই অঞ্চলের বায়ু উষ্ণ হওয়ায় সর্বদাই ঊর্ধ্বগামী হয়, তাই ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে (horizontally) বায়ুর বিশেষ কোনো প্রবাহ থাকে না।
  • বায়ুমণ্ডলে কিছুটা শান্ত অবস্থা বিরাজ করে বলে এই অঞ্চলের আরেক নাম শান্তবলয়।

0 মন্তব্যসমূহ