পৃথিবীর অভিগত গোলকাকৃতির জন্য পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র সমান হয় না। নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে আবর্তনের বেগ ক্রমশ কমে যায়। এই কারণের জন্য ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত প্রভৃতি উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হওয়ার সময় সোজাপথে প্রবাহিত হতে পারে না। তাই বায়ুর প্রবাহপথ বেঁকে যায় বা তার গতিবিক্ষেপ (পরিবর্তন) ঘটে।
আমেরিকার বিখ্যাত আবহবিদ উইলিয়াম ফেরেল ১৮৫৬ খ্রিস্টাব্দে এই সূত্রটি প্রতিষ্ঠা করেছিলেন বলে গতিশীল বস্তুর দিক্বিক্ষেপ সংক্রান্ত এই নিয়মটিকে ফেরেলের সূত্র বলে।
ফেরেলের সূত্রের প্রভাব: বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়।
0 মন্তব্যসমূহ