ভোট অন অ্যাকাউন্ট কি? (Votes on Account).

ভোট অন অ্যাকাউন্ট (Votes on Account):

ভোট অন অ্যাকাউন্ট হল এমন একটি পদ্ধতি যার দ্বারা সংসদের দুই-তৃতীয়াংশ সদস্য আর্থিক বছর শুরুর পূর্বে শাসন বিভাগকে তাদের মাসিক ব্যয় নির্বাহের জন্য এককালীন কিছু অর্থ মঞ্জুর করার নির্দেশ দিয়ে থাকে। এক কথায় বলা যেতে পারে যে, বিনিয়োগ গণনানুদান অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট প্রণয়নের মাধ্যমে লোকসভা সরকারকে অর্থ ব্যয়ের অনুমতি প্রদান করে।



0 মন্তব্যসমূহ