লোকায়ুক্ত (Lokayuktas).

লোকায়ুক্ত হল রাজ্য স্তরের পরিচালনা পর্ষদ। দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের উপর নজর রাখে। ১৯৭১ সালে প্রথম মহারাষ্ট্রে লোকায়ুক্ত প্রতিষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য করা আবশ্যক যে হাজার ১৯৭০ সালে উড়িষ্যা প্রথম এ বিষয়ে আইন প্রণয়ন করে। কিন্তু সংশ্লিষ্ট আইন ১৯৮৩ সালে কার্যকর করা হয়। The West Bengal lokayukt act, 2003 যা কার্যকর হয় ২১ মে ২০০৪ সালে।



লোকায়ুক্তের কার্যকাল:
অধিকাংশ অঙ্গরাজ্যের লোকটির মেয়াদ শেষ হওয়ার আগেই পদাধিকারী বয়স ৬৫ বছর হয়ে গেলে তার কার্যক্রম শেষ হয়ে যায়। দ্বিতীয়বারের জন্য তাকে পুনরায় নিযুক্তি করা যায় না।

লোকায়ুক্তের সদস্যদের যোগ্যতা:
  • অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি।
  • রাজ্য ভিজিলেন্স কমিশনার।
  • একজন আইনবিদ বা একজন বিশিষ্ট প্রশাসক।

লোকায়ুক্তের সদস্যদের নিয়োগ:
লোকায়ুক্তের সদস্যদের মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভার স্পিকার ও বিরোধী দলনেতার পরামর্শক্রমে রাজ্যপাল নিয়োগ করেন। সদস্যদের কার্যকাল তিন বছর। একজন চেয়ারপারসনসহ সর্বোচ্চ তিনজন সদস্য নিযুক্ত হন।

লোকায়ুক্তের কার্যাবলী:
দুর্নীতির অভিযোগ গুলি মোকাবিলা করা সন্ধান করা, তদন্ত করা এবং মামলার বিচার পরিচালনা করা।


মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের এক্তিয়ারভূক্ত।


পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, রাজস্থান, বিহারের মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের এক্তিয়ারভূক্ত নয়।


  • পশ্চিমবঙ্গের প্রথম লোকায়ুক্ত বিচারপতি সমরেশ ব্যানার্জি। 
  • দ্বিতীয় লোকায়ুক্ত বিচারপতি অসীম কুমার রায়।

0 মন্তব্যসমূহ