কত্থক নৃত্য:(Kathak).

ভারতীয় নৃত্যের বৈশিষ্ট্য অনুযায়ী ভারতীয় নিত্য কে তিনটি ভাগে ভাগ করি।

  • মূল ধ্রুপদী নৃত্য।
  • অন্যান্য ধ্রুপদী নৃত্য
  • আদিবাসী ও লোকনৃত্য।


আজ মূল ধ্রুপদী নৃত্যের কত্থক নৃত্য নিয়ে আলোচনা করব।

কত্থক নৃত্যের উৎপত্তি: 
কত্থক’ শব্দটি এসেছে ‘কথা’ থেকে, যার অর্থ ‘গল্প বা কাহিনি'। সেই প্রাচীনকালের মানুষরা সংগীত এবং নৃত্যের সাহায্যে রামায়ণ ও মহাভারত থেকে কোনো কাহিনী উপস্থাপন করতেন। পরে সেটিই হল নৃত্যনাট্য। এই ঘরানা থেকে কথকের জন্ম। উত্তর ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান পাঞ্জাব ও মধ্যপ্রদেশ কত্থক নৃত্যের বিশিষ্ট অঞ্চল। তবে কত্থকের মূল কেন্দ্রগুলি হল— লক্ষ্ণৌ, বেনারস, জয়পুর এবং দিল্লি। কত্থকের মূল বৈশিষ্ট্য হল দ্রুত পায়ের তাল।

কত্থক নৃত্যের সহযোগী বাদ্যযন্ত্র: 
কথক নৃত্যে নৃত্যশিল্পীর সহযোগী বাদ্যযন্ত্র হিসাবে থাকে একজোড়া তবলা এবং সারেঙ্গী।

কত্থক নৃত্যের বিভাগ:
টটকর, পলতাস, থোরাস, আমাদ, পরাণ ইত্যাদি।

কত্থক নৃত্যের পোশাক:
ঘাগরা, চূর্ণী, সালোয়ার। পুরুষদের ক্ষেত্রে চূর্ণী বাদ।

কত্থক নৃত্যের প্রথিতযশা শিল্পী: 
সিতারা দেবী, বিরজু মহারাজ, গোপীকৃষ্ণণ, বিন্দ দীন মহারাজ কালকাদিন, আচন মহারাজ এবং উমা শর্মা প্রমুখ।

0 মন্তব্যসমূহ