ব্যবচ্ছিন্ন মালভূমি: (Dissected Plateau).

নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির মাধ্যমে প্রাচীন মালভূমি অঞ্চল ধীরে ধীরে ক্ষয় পেয়ে উচ্চতা হ্রাস পায়। নদনদী ও সেগুলির শাখাপ্রশাখা মালভূমিটিকে ছোটো ছোটো অংশে ভাগ করে দেয়। এইভাবে কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল সংকীর্ণ নদী উপত্যকার মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে।



ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্য:
ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্যগুলি হল—
  • এই ধরনের মালভূমি ছোটো-বড়ো নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়।
  • কঠিন শিলাস্তর দ্বারা গঠিত হলেও এই ধরনের মালভূমিগুলি প্রায় সমান উচ্চতাবিশিষ্ট (গড় উচ্চতা ৩০০ মিটার) হয়।
  • ব্যবচ্ছিন্ন মালভূমি খাড়া ঢালযুক্ত হয়।
উদাহরণ: ছোটোনাগপুর মালভূমি।

0 মন্তব্যসমূহ