ভারতনাট্যম: (Bharatnatyam).

ভারতীয় সংস্কৃতির সঙ্গে নৃত্য অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। সেই প্রাচীনকাল থেকেই ভারতীয় জনমানসে নৃত্যের বিশিষ্ট স্থান। ঋক বেদ (খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ) থেকে শুরু করে রামায়ণ, মহাভারতেও নৃত্যের উল্লেখ পাওয়া যায়।


ভারতীয় নৃত্যের বৈশিষ্ট্য অনুযায়ী তিনটি ভাগে ভাগ করি:
  • মূল ধ্রুপদী নৃত্য।
  • অন্যান্য ধ্রুপদী নৃত্য
  • আদিবাসী ও লোকনৃত্য।

আজ মূল ধ্রুপদী নৃত্যের ভারতনাট্যম নৃত্য নিয়ে আলোচনা করব।
ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি:
দক্ষিণ ভারতের দেবদাসীদের মধ্যে প্রথম এই নৃত্যের রেওয়াজ গড়ে ওঠে। মন্দিরে নিত্যপূজার সময় বা বিশেষ পূজা অনুষ্ঠানে দেবদাসীরা এই নাচের মাধ্যমে দেবতার কাছে নিজেদের নিবেদন করতেন। চোল, পান্ড্য, নায়ক, বিজয়নগর রাজ্যের রাজারা দেবদাসীদের এই নৃত্যের পৃষ্ঠপোষক ছিলেন।

ভারতনাট্যম নৃত্যের ভঙ্গি:
হাত, পা, মুখ ও শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নাড়াচড়ায় ভারতনাট্যমে ৬৪ টি বিশেষ ভঙ্গি আনা হয়।

ভারতনাট্যম নৃত্যের সহযোগী বাদ্যযন্ত্র:
মৃদঙ্গ, বেহালা, বাঁশি ও একজোড়া করতাল।

ভারতনাট্যম নৃত্যের বিভাগ:
আলারিপু, জথি-স্মরণ, শব্দম, বর্ণম, জাভালি এবং থিলানা।

ভারতনাট্যম নৃত্যের পোশাক:
ভারতনাট্যমে নৃত্যশিল্পী খুব জাঁকজমক, আড়ম্বরপূর্ণ পোশাকে সজ্জিত থাকেন (সুদৃশ্য সিল্কের শাড়ি, নানান গহনা, কোমরবন্ধ ইত্যাদি)।

ভারতনাট্যম নৃত্যের প্রথিতযশা শিল্পী:
বালা সরস্বতী, শান্তা রাও, মৃণালিনী সারাভাই, যামিনী কৃষ্ণমূর্তি, কমলা, বৈজয়ন্তীমালা, সোনাল মান সিংহ, সংযুক্তা পাণিগ্রাহী এবং রুক্মিণী দেবী প্রমুখ।

0 মন্তব্যসমূহ