দক্ষিণ ভারতের মালাবার উপকূলে আরবের বহু বণিক স্থায়ীভাবে বসবাস করত। তাদের বংশধররাই মোপালা নামে পরিচিত। কৃষিজীবী মোপালারা অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল ইতিহাসে তা ‘মোপালা বিদ্রোহ' (১৮৭৩-১৮৯৬ খ্রিঃ) নামে পরিচিত।
মোপলা বিদ্রোহের কারণ:
● রাজস্বের চড়া হার: মোপালারা ছিল মূলত কৃষিজীবী। টিপু সুলতানের পরাজয়ের পর ব্রিটিশ কোম্পানির বদান্যতায় জমিদাররা তাদের জমি দখল করে। জমিদাররা নতুন করে চড়া হারে মোপালাদের কাছ থেকে রাজস্ব আদায় করতে থাকলে মোপালারা বিদ্রোহী হয়ে ওঠে।
● ধর্মীয় ইন্ধন: ধর্মসূত্রে মোপালারা ছিল মুসলমান। অন্যদিকে স্থানীয় জমিদারদের অধিকাংশই ছিল হিন্দু। তাই বিদ্রোহের পিছনে ধর্মীয় ইন্ধনও কাজ করেছিল।
মোপলা বিদ্রোহের ফলাফল:
● মোপালা বিদ্রোহের তীব্রতায় ভীত হয়ে ব্রিটিশ সরকার মহাজনদের বর্ধিত হারে সুদ ও জমিদারদের বর্ধিত হারে খাজনা আদায় বন্ধ করতে নির্দেশ দেয়।
● খাজনা ও সুদের হার নির্দিষ্ট করে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ