● ইন-সিটু সংরক্ষণ কি?
নিজস্ব পরিবেশে অর্থাৎ স্বাভাবিক বাসস্থানে জীববৈচিত্র্যের সংরক্ষণকে ইন-সিটু সংরক্ষণ বলে।● উদাহরণ: সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ একটি ইন-সিটু সংরক্ষণ।
● এক্স-সিটু সংরক্ষণ কি?
উদ্ভিদ ও প্রাণীকে তার নিজস্ব প্রাকৃতিক বাসস্থানের বাইরে কোনো কৃত্রিম অনুকূল পরিবেশ সৃষ্টি করে নমুনা হিসেবে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্স-সিটু সংরক্ষণ বলে।
● উদাহরণ: রয়েল বেঙ্গল টাইগারকে চিড়িয়াখানায় সংরক্ষণ।
● ইন-সিটু সংরক্ষণের উপায়:
☞ জাতীয় উদ্যান।
☞ অভয়ারণ্য, সংরক্ষিত বন।
☞ বায়োস্ফিয়ার রিজার্ভ।
● এক্স-সিটু সংরক্ষণের উপায়:
☞ চিড়িয়াখানা।
☞ উদ্ভিদ উদ্যান।
☞ জিন ও বীজ ব্যাংক।
☞ ক্রায়োসংরক্ষণ।
☞ অনুশীলন উদ্যান।
● ইন-সিটু সংরক্ষণের সুবিধা:
☞ একটি নির্দিষ্ট প্রজাতিকে ইন-সিটু সংরক্ষণ করলে, তার সাথে অন্য জীবেরাও সংরক্ষিত হয়।
☞ এই পদ্ধতিতে কোনো প্রজাতির সংরক্ষণে সমগ্র বাস্তুতন্ত্রের স্থায়িত্ব অক্ষুণ্ণ থাকে।
☞ এই সংরক্ষণ পদ্ধতিতে নির্দিষ্ট প্রজাতির খাদ্যশৃঙ্খল গড়ে ওঠে, ফলে খাদ্য সরবরাহ করতে হয় না।
● এক্স-সিটু সংরক্ষণের সুবিধা:
☞ এক্স-সিটু সংরক্ষণে বিপন্ন প্রজাতিকে প্রতিকূল পরিবেশ থেকে মুক্ত করা যায়।
☞ এই পদ্ধতিতে জীবদেহকোশ, জননকোশ, বীজ, জিন ইত্যাদিও সংরক্ষণ করা যায়।
☞ এই পদ্ধতিতে অল্প জায়গায় বহু জীবের সংরক্ষণও সম্ভব।
1 মন্তব্যসমূহ
The King Casino: Best Casino Software and Games
উত্তরমুছুনThe งานออนไลน์ King Casino software company is well-known in the febcasino world of online casino games. It has been in business since 2001, but ventureberg.com/ it now offers live kadangpintar dealer casino games