ফারুকশিয়ারের ফরমান:
১৭১৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ার বার্ষিক ৩০০০ টাকার বিনিময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জন স্যারম্যানকে ভারতে বিনাশুল্কে অভ্যন্তরীণ ব্যাণিজ্যের ছাড়পত্র বা লাইসেন্স দিয়েছিলেন। এতে তাদের ব্যাবসার প্রয়োজনে দস্তক ব্যবহারের ও মুর্শিদাবাদের টাকশাল ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়। এটিই ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত।ফারুকশিয়ারের ফরমানের বিভিন্ন দিক:
ফারুকশিয়রের ফরমান অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় কিছু বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়।
ফরমানে বলা হয়—
● ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে। কিন্তু এই বাণিজ্যের জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না।
● বাংলার নবাবের মুর্শিদাবাদ টাঁকশাল প্রয়োজনে কোম্পানি ব্যবহারের অধিকার পায়।
● কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে।
● কোম্পানির পণ্য কেউ চুরি করলে বাংলার নবাব তাকে শাস্তি দেবেন এবং কোম্পানিকে ক্ষতিপূরণও দেবেন।
ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব:
বাংলা তথা ভারতের ইতিহাসে মুঘল সম্রাট ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব ছিল অপরিসীম। ফারুকশিয়র প্রদত্ত ফরমানের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তকলাভ বাংলার বাণিজ্য ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। যেমন—
● ইংরেজ ও নবাব সম্পর্কের অবনতি: ফারুকশিয়রের ফরমানকে কাজে লাগিয়ে কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তক প্রথার অপব্যবহার শুরু করে। ফলে নবাব মুরশিদকুলি খান ও তাঁর পরবর্তী বাংলার নবাবদের সঙ্গে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটে।
● বাণিজ্যিক অধিকারে আইনগত স্বীকৃতি: ফারুকশিয়রের ফরমান লাভের পরে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য আইনগত স্বীকৃতি লাভ করে।
● কোম্পানির সুবিধা লাভ:
দস্তকের সুযোগ নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বাণিজ্যিক প্রতিযোগিতায় অন্যান্য ইউরোপীয় ও ভারতীয় বণিক কোম্পানিগুলির তুলনায় অনেক বেশি সুবিধা পায় এবং ক্ষমতা ও মর্যাদা ভোগ করে। তাই ড. সুকুমার ভট্টাচার্য ফারুকশিয়রের ফরমানকে বাংলায় ব্রিটিশ বাণিজ্যের ‘মহাসনদ' বা 'ম্যাগনা কার্টা' বলে উল্লেখ করেছেন।
1 মন্তব্যসমূহ
Poker Room & Hotel Review – Online Casinos
উত্তরমুছুনFind the best poker poormansguidetocasinogambling.com rooms and casinos herzamanindir.com/ in Macau Poker Room wooricasinos.info is the main febcasino venue for players from all apr카지노 over the world from Hong Kong.