ঋগ্বেদের যুগে আর্যরা সৃঞ্জয়, ভারত, যদু, অনু, দ্রুহু, তুর্বস,পুরু প্রভৃতি একাধিক উপজাতিতে বিভক্ত ছিল। এই উপজাতিগুলির মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকত। এই ধরনের একটি উল্লেখযোগ্য যুদ্ধ ছিল ‘দশ রাজার যুদ্ধ'।
রাজা দিবোদাসের পুত্র সুদাস ছিলেন ভারত গোষ্ঠীর রাজা। সুদাসের পুরোহিত ছিলেন বিশ্বামিত্র। বিশ্বামিত্রের কাজে অসন্তুষ্ট হয়ে সুদাস বিশ্বামিত্রের পরিবর্তে বশিষ্ঠকে প্রধান পুরোহিত পদে নিয়োগ করেন। এতে ক্রুদ্ধ হয়ে বিশ্বামিত্র দশটি আর্য গোষ্ঠীর দশ জন রাজাকে নিয়ে জোট গড়ে সুদাসকে আক্রমণ করেন। এটিই ‘দশ রাজার যুদ্ধ’ নামে খ্যাত।
এই যুদ্ধে ভারত উপজাতির সঙ্গে যোগ দিয়েছিল ত্রিৎসু উপজাতি। উল্লেখ্য যে, এরা আর্যগোষ্ঠীভুক্ত ছিল না। যুদ্ধে সুদাসেরই জয় হয়।
0 মন্তব্যসমূহ