● উদ্ভিদের নাইট্রোজেনঘটিত রেচন পদার্থকে উপক্ষার বলে।
● উদ্ভিদদেহে প্রোটিন বিপাকের ফলে উপক্ষার সৃষ্ট হয়।
● এই জাতীয় রেচন পদার্থ এককভাবে বা বিভিন্ন জৈব অঙ্গের সঙ্গে যুক্ত হয়ে উদ্ভিদের কাণ্ড, পাতা, মূল, বীজ, ফল ইত্যাদিতে কঠিন বা তরল অবস্থায় সঞ্চিত থাকে। উপক্ষার স্বাদে তিক্ত।
● উপক্ষারের বিভিন্ন উৎস ও অর্থনৈতিক গুরুত্ব :-
উপক্ষার | উৎস | অর্থকারী গুরুত্ব |
---|---|---|
কুইনাইন | সিঙ্কোনা গাছের বাকলে | ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় |
রেসারপিন | সর্পগন্ধা গাছের মূলে | উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয় |
ডাটুরিন | ধুতুরা গাছের পাতা ও ফলে | হাঁপানির ওষুধ তৈরি হয় |
নিকোটিন | তামাক গাছের পাতায় | এটি মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় |
স্ট্রিকনিন | নাক্সভোমিকা বা কুঁচেলা গাছের বীজে | পেটের পীড়ার ওষুধ তৈরি হয় |
মরফিন | আফিং গাছের কাঁচা ফলে ত্বকে | ব্যথা-বেদনা উপশমকারী ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয় |
ক্যাফিন | কফি গাছের বীজে | ব্যথা-বেদনা উপশমকারী ওষুধ তৈরি হয় |
অ্যাট্রোপিন | বেলেডোনা গাছের মূল ও পাতায় | এর থেকে উৎপন্ন ওষুধ চোখের তারা রন্ধ্র প্রসারণে, রক্তচাপ বৃদ্ধিতে এবং সিমপ্যাথেটিক স্নায়ু কে উদ্দীপ্ত করতে ব্যবহৃত হয় |
এমিটিন | ইপিকাক গাছের মূলে | পেটের গোলমাল, বমি ইত্যাদির ওষুধ রূপে ব্যবহৃত হয় |
ডিজিটালিন | ডিজিটালিস গাছের পাতায় | হৃদপিন্ডের স্বাভাবিক কর্মদক্ষতা ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত হয় |
থেইন | চা গাছের পাতায় | অবসাদ দূর করতে সাহায্য করে |
কোকেইন | কোকো গাছের পাতায় | ব্যথা- উপশমকারী ওষুধের রূপে ব্যবহৃত হয় |
0 মন্তব্যসমূহ