উপক্ষার কি? উপক্ষারের বিভিন্ন উৎস ও অর্থনৈতিক গুরুত্ব: (What is Alkaloid? Different sources of Alkaloid and economic importance)

 উদ্ভিদের নাইট্রোজেনঘটিত রেচন পদার্থকে উপক্ষার বলে।

● উদ্ভিদদেহে প্রোটিন বিপাকের ফলে উপক্ষার সৃষ্ট হয়। 

● এই জাতীয় রেচন পদার্থ এককভাবে বা বিভিন্ন জৈব অঙ্গের সঙ্গে যুক্ত হয়ে উদ্ভিদের কাণ্ড, পাতা, মূল, বীজ, ফল ইত্যাদিতে কঠিন বা তরল অবস্থায় সঞ্চিত থাকে। উপক্ষার স্বাদে তিক্ত। 




● উপক্ষারের বিভিন্ন উৎস ও অর্থনৈতিক গুরুত্ব :-

উপক্ষার উৎস অর্থকারী গুরুত্ব
কুইনাইন সিঙ্কোনা গাছের বাকলে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়
রেসারপিন সর্পগন্ধা গাছের মূলে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়
ডাটুরিন ধুতুরা গাছের পাতা ও ফলে হাঁপানির ওষুধ তৈরি হয়
নিকোটিন তামাক গাছের পাতায় এটি মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়
স্ট্রিকনিন নাক্সভোমিকা বা কুঁচেলা গাছের বীজে পেটের পীড়ার ওষুধ তৈরি হয়
মরফিন আফিং গাছের কাঁচা ফলে ত্বকে ব্যথা-বেদনা উপশমকারী ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরি হয়
ক্যাফিন কফি গাছের বীজে ব্যথা-বেদনা উপশমকারী ওষুধ তৈরি হয়
অ্যাট্রোপিন বেলেডোনা গাছের মূল ও পাতায় এর থেকে উৎপন্ন ওষুধ চোখের তারা রন্ধ্র প্রসারণে, রক্তচাপ বৃদ্ধিতে এবং সিমপ্যাথেটিক স্নায়ু কে উদ্দীপ্ত করতে ব্যবহৃত হয়
এমিটিন ইপিকাক গাছের মূলে পেটের গোলমাল, বমি ইত্যাদির ওষুধ রূপে ব্যবহৃত হয়
ডিজিটালিন ডিজিটালিস গাছের পাতায় হৃদপিন্ডের স্বাভাবিক কর্মদক্ষতা ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত হয়
থেইন চা গাছের পাতায় অবসাদ দূর করতে সাহায্য করে
কোকেইন কোকো গাছের পাতায় ব্যথা- উপশমকারী ওষুধের রূপে ব্যবহৃত হয়

0 মন্তব্যসমূহ