পশ্চিমবঙ্গ সম্পর্কিত প্রশ্নোত্তর:

  


১. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?

উঃ- প্রফুল্ল চন্দ্র ঘোষ।


২. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি?
উঃ- চক্রবর্তী রাজা গোপালাচারী।


৩. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি?
উঃ- মমতা বন্দ্যোপাধ্যায়।


৪. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি?
উঃ- সরোজিনী নাইডু।


৫. পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি?
উঃ- মেছো বিড়াল।


৬. পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি?
উঃ- শ্বেত কন্ঠ মাছরাঙা।


৭. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি?
উঃ- শিউলি।


৮.পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি?
উঃ- ছাতিম গাছ।


৯. পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে?
উঃ- ৩ টি বাংলাদেশ, নেপাল ও ভুটান।


১০. পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে?
উঃ- ৫ টি আসাম, বিহার, সিকিম,ঝাড়খন্ড এবং ওড়িশা।


১১. আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
উঃ- দক্ষিণ ২৪ পরগনা।


১২. আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ- কলকাতা।


১৩. পশ্চিমবঙ্গের আয়তন কত?
উঃ- ৮৮,৭৫২ পর্ব কিলোমিটার।


১৪. বাংলার যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ?
উঃ– নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া।


১৫. বাংলার পূর্বদিকে অবস্থিত দেশের নাম কি?
উঃ– বাংলাদেশ।


১৬. বর্তমানে বাংলার জেলার সংখ্যা কত?
উঃ- ২৩টি।


১৭. উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় কাকে?
উঃ- শিলিগুড়িকে।


১৮. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার কাকে বলা হল?
উঃ- ক্যানিং।


১৯. বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে কখন?
উঃ- ২১ শে জুন।


২০. সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত কোন জেলায়?
উঃ- দক্ষিণ ২৪ পরগনা।


২১. ‘Chicken’s Neck’ বলা হয় কাকে?
উঃ- উত্তর দিনাজপুরের চোপড়াকে।

২২. ‘City of Joy’ বলা হয় কাকে?
উঃ- কলকাতাকে।


২৩. বাংলার উত্তরের সমভূমি অংশকে কি বলা হয়?
উঃ- বরেন্দ্রভূমি।


২৪. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি?
উঃ- সান্দাকফু।


২৫. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উঃ-গোর্গাবুরু।


২৬. কালিম্পঙ-এর সর্বোচ্চ শৃঙ্গ কি?
উঃ- ঋষিলা।


২৭. পেডং কথার অর্থ কি?
উঃ- অর্কিডের শহর।


২৮. তরাই শব্দের অর্থ কি?
উঃ- স্যাঁতসেঁতে ভূমি।


২৯. শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত?
উঃ- বাঁকুড়া জেলায়।


৩০. দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেলস্টেশনের নাম কি?
উঃ- ঘুম।


৩০. রাঙামাটির দেশ বলা হয় কাকে?
উঃ- রাঢ় অঞ্চলকে।


৩১. গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে কোথায়?
উঃ- মুর্শিদাবাদের ধুলিয়ানে।


৩২. পশ্চিমবঙ্গের প্রধান নদী কি?
উঃ- গঙ্গা।


৩৩. বাংলার দুঃখ কাকে বলে?
উঃ- দামোদর নদকে।


৩৪. লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি কোথায় অবস্থিত?
উঃ- দক্ষিণ ২৪ পরগনায়।


৩৫. বক্সা অভয়ারণ্যটি কখন স্থাপিত হয়?
উঃ- ১৯৮৬ সালে।


৩৬. দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল কখন?
উঃ- ১৮৭৫ সালে।


৩৭. পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়?
উঃ- বর্ধমানকে।


৩৮. তাল শব্দের অর্থ কি?
উঃ- জলাভূমি ও নিম্নভূমি।


৩৯. আবাদ কাকে বলে?
উঃ- সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে আবাদ বলে।


৪০. ভারতের শেফিল্ড বলা হয় কাকে?
উঃ- হাওড়া শহরকে।


৪১. সুন্দরবনের আতঙ্ক বলা হয় কাকে?
উঃ- মাতলা নদীকে।


৪২. পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি?
উঃ- পশ্চিম বর্ধমান (07.April.2017)।


৪৩. পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজের নাম কি?
উঃ- ফারাক্কা ব্যারেজ।


৪৪. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি?
উঃ- রূপনারায়ণ সেতু।


৪৫. পশ্চিমবঙ্গে কোথায় কয়লা পাওয়া যায়?
উঃ- রানীগঞ্জ।


৪৬. পশ্চিমবঙ্গের উচ্চতম সেতুর নাম কি?
উঃ- রবীন্দ্র সেতু।

0 মন্তব্যসমূহ