১. তরল ধাতুর নাম কি?
উঃ➝ পারদ।
২. তরল অধাতুর নাম কি?
উঃ➝ ব্রোমিন।
৩. সবচেয়ে ভারী অধাতুর নাম কি?
উঃ➝ আয়োডিন।
৪. সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
উঃ➝ লিথিয়াম।
৫. চকচকে অধাতুর নাম কি?
উঃ➝ আয়োডিন, হীরক (কার্বনের রূপভেদ)।
৬. নরম ধাতুর নাম কি?
উঃ➝ সোডিয়াম, লিথিয়াম।
৭. সবচেয়ে কঠিন মৌলের নাম কি?
উঃ➝ হিরে (কার্বনের রূপভেদ)।
৮. সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌলের নাম কি?
উঃ➝ সিজিয়াম।
৯. সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি?
উঃ➝ ফ্লুরিন।
১০. সবচেয়ে ভারী ধাতুর নাম কি?
উঃ➝ অসমিয়াম।
১১. জলের চেয়ে হালকা ধাতুর নাম কি?
উঃ➝ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম।
১২. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম কি?
উঃ➝ রেডন।
১৩. ধাতুকল্পের নাম কি?
উঃ➝ অ্যান্টিমণি, আর্সেনিক।
১৪ সবচেয়ে বেশি গলনাঙ্কের ধাতুর নাম কি?
উঃ➝ টাংস্টেন।
১৫. ক্ষার ধাতুর নাম লেখো?
উঃ➝ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম।
১৬. ক্ষারকীয় মৃত্তিকা ধাতুর নাম লেখো?
উঃ➝ বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম।
১৭. বর ধাতু কি কি?
উঃ➝ সোনা, রুপো, প্লাটিনাম।
১৮. হ্যালোজেন কি?
উঃ➝ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন।
১৯. চ্যালকোজেন কি?
উঃ➝ অক্সিজেন, সালফার।
২০. মুদ্রা ধাতুর নাম কি?
উঃ➝ তামা।
২১. তড়িৎ পরিবাহী অধাতু গুলো কি কি?
উঃ➝ গ্রাফাইট, গ্যাস কার্বন (দুটিই কার্বনের রূপভেদ)।
২২. তড়িৎ ধনাত্মক অধাতুর নাম কি?
উঃ➝ হাইড্রোজেন।
২৩. সবচেয়ে তড়িৎ সুপরিবাহী ধাতুর (বা মৌল) নাম কি?
উঃ➝ রুপো।
২৪. নিকোটোজেন মৌল কি?
উঃ➝ নাইট্রোজেন, ফসফরাস।
২৫. সবচেয়ে হালকা মৌলের নাম কি?
উঃ➝ হাইড্রোজেন।
২৬. অর্ধপরিবাহী মৌলের নাম লেখো?
উঃ➝ সিলিকন , জার্মেনিয়াম।
২৭. ধাতব আম্লিক অক্সাইড কি কি?
উঃ➝ Mn2O7, CrO3 ।
২৮. অধাতব প্রশম অক্সাইড কি কি?
উঃ➝ H2O, N2O, CO ।
২৯. তাপের সুপরিবাহী অধাতুর নাম কি?
উঃ➝ হিরে, গ্রাফাইট (দুটিই কার্বনের রূপভেদ)।
৩০. তাপের সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতুর (বা মৌল) নাম কি?
উঃ➝ তামা।
1 মন্তব্যসমূহ
ধাতু কল্প ইংরেজী নাম চিহ্ন
উত্তরমুছুন