ভারতীয় রেল (Indian Railways).


১. ভারতীয় রেলের জনক কে?

উঃ- লর্ড ডালহৌসি।

২. ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় কখন?

উঃ- ১৮৫৩ সালে মুম্বাই থেকে থানে।

৩. ভারতে প্রথম মেট্রোরেল চালু হয় কোথায়?

উঃ- কলকাতায়, ১৯৮৪ সালে।

৪. ভারতের বৃহত্তম রেল জোনের নাম কি?

উঃ- উত্তর রেলওয়ে।

৫. দীর্ঘতম পথ অতিক্রমকারী ট্রেন এর নাম কি?

উঃ- বিবেক এক্সপ্রেস। এটি আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ু দক্ষিনে কন্যাকুমারী পর্যন্ত চলাচল করে। যাত্রা পথের দৈর্ঘ্য ৪২৮৬ কিলোমিটার।

৬. ভারতের বৃহত্তম রেলওয়ে প্লাটফর্মের নাম কি?

উঃ- উত্তরপ্রদেশে গোরক্ষপুর রেলওয়ে স্টেশন (১৩৬৬.৩৩ মিটার)।

৭. ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেনের নাম কি?

উঃ- ডেকান কুইন।

৮. ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়?

উঃ- নতুন দিল্লি।

৯. ভারতীয় রেলের ম্যাসকট কি?

উঃ- ভোলু নামের হাতি।

১০. ভারতের বৃহত্তম ট্রেনের নাম কি?

উঃ- প্রয়াগরাজ এক্সপ্রেস। ২৬ কোচ বিশিষ্ট ট্রেন যা দিল্লি থেকে এলাহাবাদ এর মধ্যে চলাচল করে।

১১. সর্বাধিক চ্যানেল যুক্ত ভারতীয় রেলওয়ে ডিভিশনের নাম কি?

উঃ- উত্তর রেলওয়ে কালকা সিমলা ডিভিশন।

১২. সর্বাধিক বেশি সংখ্যক রেলপথ সংযুক্ত রাজ্য কোনটি?

উঃ- উত্তর প্রদেশ।

১৩. সবচেয়ে কম রেলপথ যুক্ত রাজ্য কোনটি?

উঃ- মনিপুর।

১৪. কখন ডিজেল ইঞ্জিনের সূচনা হয়?

উঃ- ১৯৫৭ সালে।

১৫. ভারতের ব্যস্ততম রেল স্টেশনের নাম কি?

উঃ- হাওড়া রেল স্টেশন।

১৬. কোন ট্রেন সবথেকে বেশি রাজ্যের মধ্যে দিয়ে চলাচল করে?

উঃ- হিমসাগর এক্সপ্রেস। ১১ টি রাজ্যের মধ্যে দিয়ে চলাচল করে।

১৭. প্রথম মনোরেল চালু হয় কোথায়?

উঃ- শরীর থেকে আলমপুর এবং ভবানী মান্ডি থেকে পাটিয়ালা।

১৮. রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত?

উঃ- গুজরাটের ভাদোদরায়।

১৯. ভারতবর্ষের সর্ববৃহৎ রেল জংশনের নাম কি?

উঃ- মথুরা জংশন।

২০. ভারতীয় রেল আইন পাস হয় কখন?

উঃ- ১৮৯০ সালে।

২১. প্রথম রেলবোর্ড কখন গঠিত হয়?

উঃ- ১৯০৫ সালে।

২২. কার আমলে প্রথম রেলবোর্ড গঠিত হয়?

উঃ- লর্ড কার্জনের আমলে।

২৩. ভারতের প্রথম সেমি-হাই স্পিড ট্রেনের নাম কি?

উঃ- বন্দে ভারত এক্সপ্রেস, যা ট্রেন-১৮ নামে পরিচিত।

২৪. ভারতের বৃহত্তম রেল ইয়ার্ডের নাম কি?

উঃ- পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন (উত্তর প্রদেশ)।

২৫. ভারতের দীর্ঘতম রেল-সড়ক সেতুর নাম কি?

উঃ- বোগিবিল ব্রিজ। এর দৈর্ঘ্য ৪.৯৪ কিলোমিটার। এটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত।

২৬. ভারতের উঁচু রেল স্টেশনের নাম কি?

উঃ- দার্জিলিংয়ের ঘুম।

২৭. ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি?

উঃ- সুলেখা যাদব।

২৮. ভারতের দ্রুততম ট্রেনের নাম কি?

উঃ- গতিমান এক্সপ্রেস। ১৬০ কিমি/ঘন্টা।

২৯. ভারতের ক্ষুদ্রতম রেল জোনের নাম কি?

উঃ- উত্তর সীমান্ত রেলওয়ের।

৩০. মৈত্রী এক্সপ্রেস কোন দেশের মধ্যে চলাচল করে?

উঃ- ভারত ও বাংলাদেশ।

৩১. সমঝোতা এক্সপ্রেস কোন দেশের মধ্যে চলাচল করে?

উঃ- ভারত-পাকিস্তান।

৩২. ন্যাশনাল রেল মিউজিয়াম কোথায় অবস্থিত?

উঃ- নতুন দিল্লি।

৩৩. ন্যাশনাল রেল এন্ড ট্রান্সপোর্ট ইউনিভার্সিটি কোথায় গড়ে উঠেছে?

উঃ- গুজরাটের বরোদা।

৩৪. ভারতের প্রথম বেসরকারি রেল স্টেশনের নাম কি?

উঃ- ভূপালের হাবিবগঞ্জ রেলস্টেশন।

৩৫. চেন্নাই মেট্রো চালু কখন হয়?

উঃ- ১লা নভেম্বর ১৯৯৫ সালে।

৩৬. দিল্লি মেট্রো কখন চালু হয়?

উঃ- ২৪ ডিসেম্বর, ২০০২ সালে।

৩৭. বেঙ্গালুরু মেট্রো কখন চালু হয়?

উঃ- ২০ অক্টোবর, ২০১১ সালে।

৩৮. গুরগাঁও মেট্রো কখন চালু হয়?

উঃ- ১৪ নভেম্বর, ২০১৩ সালে।

৩৯. মুম্বাই মেট্রো কখন চালু হয়?

উঃ- ৮ জুন, ২০১৪ সালে।

৪০. জয়পুর মেট্রো কখন চালু হয়?

উঃ- ৩ জুন,২০১৫ সালে।

৪১. কোচি মেট্রো কখন চালু হয়?

উঃ- ১৭ জুন, ২০১৭ সালে।

৪২. লক্ষ্ণৌ মেট্রো কখন চালু হয়?

উঃ- ৫ সেপ্টেম্বর, ২০১৭ সালে।

৪৩. হায়দ্রাবাদ মেট্রো কখন চালু হয়?

উঃ- ২৯ নভেম্বর, ২০১৭ সালে।

৪৪. ভারতের মোট রেলপথের দৈর্ঘ্য কত?

উঃ- ১২০০০০ কিলোমিটার।

৪৫. ভারতে রেলস্টেশনের সংখ্যা কত?

উঃ- ৭৩৪৯ টি।

৪৬. ভারতের প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা কত?

উঃ- ১৩০০০ টি।

৪৭. ভারতে কতগুলি রেলওয়ে ইয়ার্ড আছে?

উঃ- ৩০০ টি।

৪৮. ভারতের রেল কর্মীর সংখ্যা কত?

উঃ- ১৩.০৮ লক্ষ।

৪৯. ব্রডগেজের দৈর্ঘ্য কত?

উঃ- ১.৬৭৬ মিটার।

৫০. মিটারগেজের দৈর্ঘ্য কত?

উঃ- ১ মিটার।

৫১. ন্যারোগেজের দৈর্ঘ্য কত?

উঃ- ০.৬৭২/০.৬১০ মিটার।

৫২. ভারতের বুলেট ট্রেন চলাচলের জন্য কোন দেশের সঙ্গে চুক্তি হল?

উঃ- জাপান।

৫৩. ভারতের প্রথম বুলেট ট্রেন কখন চালু হবে?

উঃ- ২০২২ সালের শেষে।

৫৪. স্টিম ইঞ্জিন বন্ধ হয়ে যায় কখন?

উঃ- ১৯৭৩ সালে।

৫৫. প্রথম রেল ইঞ্জিনের নাম কি?

উঃ- বিউটি।

৫৬. ভারতের বৃহত্তম রেল ইয়ার্ড এর নাম কি?

উঃ- উত্তরপ্রদেশের মুঘল সরাই।

৫৭. ভারতের বৃহত্তম রেল ক্রসিংয়ের নাম কি?

উঃ- মধ্যপ্রদেশের ইন্টারাশি।

৫৮. সবচেয়ে বেশি রেল বাজেট পেশ করেন কে?

উঃ- লালু প্রসাদ যাদব।

৫৯. ভারতের প্রথম রেল স্টেশন কোনটি?

উঃ- হজরত নিজামুদ্দিন।

৬০. রেল বাজেট ও কেন্দ্রীয় বাজেট সংযুক্ত হয় কখন?

উঃ- ২০১৬ সালে।

৬১. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা পায়?

উঃ- ১৯৯৯ সালে।

৬২. ভারতীয় রেলের পৃথিবীতে স্থান কত?

উঃ- পঞ্চম। এশিয়ায় দ্বিতীয়।

৬৩. চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত?

উঃ- পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে।

৬৪. সেন্ট্রাল অর্গানিজেশন ফর রেলওয় এলেক্ট্রিফিকেশন কোথায় অবস্থিত?

উঃ- উত্তরপ্রদেশের এলাহাবাদে।

৬৫. ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত?

উঃ- উত্তরপ্রদেশের বারাণসী।

৬৬. ডিজেল লোকো মর্ডানাইজেশন ওয়ার্কস কোথায় অবস্থিত?

উঃ- পাঞ্জাবের পাটিয়ালা।

৬৭. ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত?

উঃ- তামিলনাড়ু চেন্নাই।

৬৮. রেল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত?

উঃ- পাঞ্জাবের কাপুরথালা।

৬৯. রেল হুইল প্লান্ট কোথায় অবস্থিত?

উঃ- বিহারের ছাপড়া।

৭০. ডিজেল কম্পনেন্ট ফ্যাক্টরি কোথায় অবস্থিত?

উঃ- পশ্চিমবঙ্গের ডানকুনি।

৭১. স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রীর নাম কি?

উঃ- জন মাথাই।

৭২. ওয়াচু কমিটি কি সম্পর্কিত?

উঃ- রেলওয়ে সুরক্ষা কমিটি।

৭৩. ভারতে কতগুলি রেলওয়ে জোন আছে?

উঃ- ১৮ টি।

৭৪. ১৮ তম রেলওয়ে জোনের নাম কি?

উঃ- সাউর্দান কোস্ট রেলওয়ে জোন।

৭৫. পূর্ব রেলের সদর দপ্তর কোথায়?

উঃ- কলকাতা।

0 মন্তব্যসমূহ