গোপাল (৭৫০-৭৭০ খ্রিষ্টাব্দ).
ধর্মপাল (৭৭০-৮১০ খ্রিষ্টাব্দ).
দেবপাল (৮১০-৮৫০ খ্রিষ্টাব্দ).
বিগ্রহ পাল (৮৫৫-৮৫৪ খ্রিষ্টাব্দ).
প্রথম শূরপাল (৮৫৫-৮৬০).
নারায়ণ পাল (৮৫৪-৯০৮ খ্রিষ্টাব্দ).
রাজ্যপাল (৯০৮-৯৪০ খ্রিষ্টাব্দ).
দ্বিতীয় গোপাল (৯৪০-৯৬০ খ্রিষ্টাব্দ).
দ্বিতীয় বিগ্রহপাল (৯৬০-৯৮৮ খ্রিষ্টাব্দ).
মহীপাল প্রথম (৯৮৮-১০৩৮ খ্রিষ্টাব্দ).
নয়াপাল (১০৩৮-১০৬৪ খ্রিষ্টাব্দ).
তৃতীয় বিগ্রহপাল (১০৫৪-১০৭২ খ্রিষ্টাব্দ).
দ্বিতীয় মহীপাল (১০৭২-১০৭৫ খ্রিষ্টাব্দ).
দ্বিতীয় শূরপাল (১০৭৫-৭৭ খ্রিষ্টাব্দ).
রামপাল (১০৭৭-১১৩০ খ্রিষ্টাব্দ).
কুমার পাল (১১৩০-১১৪০ খ্রিষ্টাব্দ).
তৃতীয় গোপাল (১১৪০-১১৪৪ খ্রিষ্টাব্দ).
মদনপাল (১১৪৪-১১৫২ খ্রিষ্টাব্দ).
গোবিন্দপাল (১১৫২-১১৬২ খ্রিষ্টাব্দ).
১. 'মাৎস্যন্যায়ের যুগ' কাকে বলে?
উঃ- শশাঙ্কের মৃত্যুর পর এক শতক ধরে বাংলায় অরাজকতা, আত্মকলহ ও বিদেশী শত্রুর ক্রমাগত আক্রমণ চলে। বাংলার ইতিহাসে এই যুগকে বলা হয় 'মাৎস্যন্যায় যুগ'।
২. 'গৌড় তন্ত্র' কাকে বলে?
উঃ- বাংলার কোন সার্বভৌম শক্তির না থাকায় বাংলার বিভিন্ন অঞ্চলে সামন্তদের মধ্যে গৃহবিবাদ বেধে যায়। বাংলা শাসনযন্ত্র ভেঙে পড়ে এবং চারিদিকে নৈরাজ্য ও অরাজকতা ব্যাপক আকার ধারণ করে। এই সময়ের বাংলা শাসনকে 'গৌড় তন্ত্র' বলে উপহাস করা হয়।
৩. শশাঙ্কের পুত্রের নাম কি?
উঃ- মানব দেব।
৪. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- গোপাল।
৫. গোপাল কে ছিলেন?
উঃ- গোপাল ছিলেন একজন সামন্ত।
৬. বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন?
উঃ- গোপাল।
৭. গোপালের পর পাল বংশের কে রাজা হন?
উঃ- ধর্মপাল।
৮. ধর্মপাল কে ছিলেন?
উঃ-গোপালের পুত্র।
৯. ধর্মপালের দ্বিতীয় নাম কি?
উঃ- বিক্রম শীল।
১০. 'বিক্রমশীলা' মহাবিহার কে প্রতিষ্ঠা করেন?
উঃ- ধর্মপাল।
১১. ধর্মপালের প্রধানমন্ত্রীর নাম কি ছিল?
উঃ- গর্গ নামে একজন হিন্দু।
১২. ধর্মপাল কত বছর রাজত্ব করেন?
উঃ- ৭৭০-৮১০ খ্রিষ্টাব্দ, প্রায় ৪০ বছর।
১৩. ধর্মপালের পুত্রের নাম কি?
উঃ- দেবপাল।
১৪. পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি?
উঃ- দেবপাল।
১৫. দেব পালের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন?
উঃ- তাঁর পুত্র প্রথম মহীপাল।
১৬. পাল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কি?
উঃ- রামপাল।
১৭. কৈবর্ত বিদ্রোহ কখন হয়েছিল?
উঃ- দ্বিতীয় মহীপাল এর আমলে।
১৮. কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি?
উঃ-দিব্যক বা দিব্য।
১৯. কৈবর্ত রা কোথায় স্বাধীন রাজ্য স্থাপন করেন?
উঃ- উত্তরবঙ্গ বা বরেন্দ্রভূমিতে।
২০. রামপাল কার কাছে থেকে বরেন্দ্রভূমি দখল করে নেন?
উঃ- কৈবর্ত রাজা ভীমের কাজ থেকে।
২১. ভীম কে ছিলেন?
উঃ- কৈবর্ত রাজা দিব্যর ভাতুষ্পুত্র।
২২. 'রামচরিত' কার লেখা?
উঃ- সন্ধ্যাকর নন্দী।
২৩. 'ত্রিশক্তি সংগ্রাম' কাদের মধ্যে হয়েছিল?
উঃ- প্রতিহার বংশ, রাষ্ট্রকূট বংশ ও পাল বংশ।
২৪. সন্ধ্যাকর নন্দী কে ছিলেন?
উঃ- পাল যুগের শ্রেষ্ঠ কবি।
২৫. ওদন্তপুরী মহাবিহার কে স্থাপন করেন?
উঃ- রাজা গোপাল।
২৬. পাল বংশের কোন রাজা মুঙ্গেরে নতুন রাজধানী নির্মাণ করেন?
উঃ- দেবপাল।
২৭. কে রমাবতিতে নতুন রাজধানী স্থাপন করেন?
উঃ- রামপাল।
২৮. দেবপাল কোন ধর্মালম্বী ছিলেন?
উঃ- বৌদ্ধ ধর্ম।
২৯. দেবপালের সেনাপতি কে ছিলেন?
উঃ- লব সেন বা লৌসেন।
৩০. 'খলিমপুর লিপি' কার সময়ে?
উঃ- ধর্মপাল।
0 মন্তব্যসমূহ