১. মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ- জরাসন্ধ এবং বৃহদ্রথ।
২. মগধ সাম্রাজ্যের রাজবংশ গুলির নাম কি?
উঃ- হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ।
৩. মগধ সাম্রাজ্য বর্তমানে কোথায় অবস্থিত ছিল?
উঃ- পাটনার জেলায় গয়া এবং সাহাবাদের কিছু অংশ।
৪. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- বিম্বিসার।
৫. বিম্বিসারের রাজধানী কোথায় ছিল?
উঃ- রাজগীর।
৬. বিম্বিসার এর উপাধি কি ছিল?
উঃ- শ্রেনিক।
৭. বিম্বিসারের কয়টি স্ত্রী ছিল?
উঃ- তিনজন।
৮. বিম্বিসারের তিনজন স্ত্রীর নাম কি?
উঃ- মহাকোশল দেবী, চেলনা এবং ক্ষেমা।
৯. বিম্বিসারের চিকিৎসক কে ছিলেন?
উঃ- জীবক।
১০. বিম্বিসারের পুত্রের নাম কি?
উঃ- অজাতশত্রু।
১১. অজাতশত্রুর মাতার নাম কি?
উঃ- চেলনা।
১২. প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল?
উঃ- অজাতশত্রু।
১৩. অজাতশত্রু পুত্রের নাম কি?
উঃ- উদয়ী।
১৪. পাটলিপুত্র নগরী কে প্রতিষ্ঠা করেন?
উঃ- উদয়ী।
১৫. উদয়ীকে কে হত্যা করেন?
উঃ- নাগ দাস।
১৬. শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- শিশুনাগ।
১৭. শিশুনাগ কে ছিলেন?
উঃ- নাগ দাসের মন্ত্রী।
১৮. শিশুনাগ এর রাজধানী কোথায় ছিল?
উঃ- বৈশালী।
১৯. শিশুনাগের পর কে রাজা হন?
উঃ- কালাশোক বা কাক বর্ণ।
২০. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল?
উঃ- কালাশোক।
২১. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এর সভাপতি কে ছিলেন?
উঃ- সভাকামী।
২২. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- মহাপদ্ম নন্দ।
২৩. নন্দ বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি?
উঃ- ধনানন্দ।
২৪. 'একরাট' কাকে বলা হত?
উঃ- মহাপদ্ম নন্দ কে।
২৫. কার আমলে আলেকজান্ডার ভারতে আসে?
উঃ- ধনানন্দ।
২৬. ধাননন্দকে কে পরাজিত করেন?
উঃ-চন্দ্রগুপ্ত মৌর্য।
২৭. কার সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দকে পরাজিত করেন?
উঃ- কৌটিল্য।
২৮. মগধের রাজধানী কোথায় ছিল?
উঃ- পাটলিপুত্র।
২৯. পাটলিপুত্র কোথায় অবস্থিত?
উঃ- বিহারের পাটনা জেলা।
৩০. 'সর্বক্ষত্রান্তক' কাকে বলা হত?
উঃ- মহাপদ্ম নন্দ কে।
0 মন্তব্যসমূহ