• সেন বংশের রাজাদের নাম:
- সামন্ত সেন ।
- হেমন্ত সেন।
- বিজয় সেন (১০৯৫-১১৫৮ খ্রিস্টাব্দ).
- বল্লাল সেন (১১৫৮-১১৭৯ খ্রিস্টাব্দ).
- লক্ষ্মণ সেন (১১৭৯-১২০৭ খ্রিস্টাব্দে).
১. সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ- সামন্ত সেন।
২. সেনবংশের প্রকৃত প্রতিষ্ঠতা কে ছিলেন?
উঃ- বিজয়সেন।
৩. বিজয় সেনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
উঃ- ১১৫৮ খ্রিঃ বল্লালসেন সিংহাসনে বসেন।
৪. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উঃ- বল্লাল সেন।
৫. ‘দানসাগর ও অদ্ভুতসাগর' কে রচনা করেন?
উঃ- বল্লাল সেন।
৬. বল্লাল সেনের পুত্র কে?
উঃ- লক্ষ্মণসেন।
৭. লক্ষণসেন কত খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন?
উঃ- ১১৭৯ খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন।
৮. লক্ষ্মণসেনকে কী বলা হয়?
উঃ- বাংলার শেষ স্বাধীন হিন্দু নরপতি।
৯. লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
উঃ- লক্ষ্মণাবতী।
১০. লক্ষ্মণসেনের রাজধানী নদীয়া অধিকার করেন কে?
উঃ- তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি।
১১. সেন বংশের প্রথম রাজা কে ছিলেন?
উঃ- সামন্ত সেন।
১২. সেন বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ- কেশব সেন।
১৩. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ- বিজয় সেন।
১৪. কোন সেন রাজা “পরমেশ্বর পরমভট্টারক” উপাধি ধারণ করেন?
উঃ- বিজয় সেন।
১৫. কার রাজসভায় 'পঞ্চরত্ন' ছিলেন?
উঃ- লক্ষণ সেনের।
১৬. লক্ষণ সেনের 'পঞ্চরত্ন' এর নাম কি?
উঃ- √ উমাপতি ধর।
√ধােয়ী।
√জয়দেব।
√শরণ।
√গােবর্ধন।
১৭. হলায়ুধ কে ছিলেন ?
উঃ- লক্ষণ সেনের প্রধানমন্ত্রী।
১৮. “লক্ষণসম্বৎ” কে প্রবর্তন করেন।
উঃ- হলায়ুধ।
১৯. 'গীতগোবিন্দ' কে রচনা করেন?
উঃ- জয়দেব।
২০. জয়দেব কে ছিলেন?
উঃ- লক্ষণ সেনের সভাকবি।
২১. বল্লাল চরিত কে রচনা করেন?
উঃ- আনন্দ ভট্ট।
২২. বিজয় সেনের সভাকবি কে ছিলেন?
উঃ- উমাপতি ধর ও শ্রীহর্ষ।
২৩. সেন রাজাদের পূর্বপুরুষ কোথায় বসবাস করতেন?
উঃ- দক্ষিণ ভারত।
২৪.যে সকল উৎস থেকে সেন বংশ সম্পর্কে জানা যায় সেগুলো নিম্নে দেওয়া হলঃ-
উঃ-
বিজয়সেনের----দেওপাড়া প্রশস্তি।
বিজয়সেনের----ব্যারাকপুর তাম্রশাসন।
বল্লালসেনের----নৈহাটি তাম্রশাসন।
লক্ষ্মণসেনের----তর্পন দিঘি তাম্রশাসন।
লক্ষ্মণসেনের----গোবিন্দপুর তাম্রশাসন।
লক্ষ্মণসেনের----আনুলিয়া তাম্রশাসন।
কেশবসেনের----ইদিলপুর তাম্রশাসন।
কেশব সেনের----মদনপুর তাম্রশাসন।
বিশ্বরুপসেনের----কলকাতা সাহিত্য পরিষদ তাম্রশাসন।
২৫. সেন রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন?
উঃ- হিন্দু ধর্ম।
0 মন্তব্যসমূহ