ভারতের নদনদী: (Rivers of India).




১. নদী কাকে বলে?

উঃ- যখন কোনো উচ্চভূমি অর্থাৎ পাহাড়,পর্বত,মালভূমি,হিমবাহ প্রভৃতি থেকে নির্গত কোনো  জলধারা সে বৃষ্টির জলে পুষ্ট বা বরফ গলা জলে পুষ্ট হোক যখন ভূমির ঢাল বেয়ে নদীর উচ্চ গতি থেকে নিম্নগতির দিকে প্রবাহিত হয় তখন তাকে নদী বলে।


২. নদীর কয়টি গতি ও কি কি?

উঃ- নদীর তিনটি গতি, যথা- উচ্চ গতি, মধ্য গতি ও নিম্ন গতি।


৩. ভারতের নদী গুলিকে কয় ভাগে ভাগ করা হয়?

উঃ- দুই ভাগে, যথা- হিমালয় থেকে উৎপত্তি হওয়া নদী, মালভূমি থেকে উৎপত্তি হওয়া নদী।


৪. হিমালয় থেকে উৎপত্তি হওয়ার মূল নদী গুলি কি কি?

উঃ- সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী।


৪. গঙ্গা নদীর উৎপত্তি কোথায়?

উঃ- হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা।


৬. গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?

উঃ- ২৫২৫ কিলোমিটার।


৭. কোন নদী গুলি মিলিত হয়ে যায় গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে?

উঃ- ভাগীরথী ও অলকানন্দা।


৮. কোথায় ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে?

উঃ- দেবপ্রয়াগে।


৯. অলকানন্দা ও মন্দাকিনী কোথায় মিলিত হয়েছে?

উঃ- রুদ্রপ্রয়াগে।


১০. ভাগীরথী উৎপত্তিস্থল কোথায়?

উঃ- গোমুখ গুহা।


১১. অলকানন্দা উৎপত্তিস্থল কোথায়?

উঃ- বদ্রিনাথ।


১২. মন্দাকিনীর উৎপত্তিস্থল কোথায়?

উঃ-কেদারনাথ।


১৩. গঙ্গা নদীর বড় উপনদী নাম কি?

উঃ- যমুনা নদী।


১৪. যমুনার উৎপত্তিস্থল কোথায়?

হিমালয়ের যমুনোত্রী হিমবাহ।


১৫. যমুনা নদীর দৈর্ঘ্য কত?

উঃ-১৩৭৬ কিলোমিটার।


১৬. গঙ্গার ডান তীরে নদী গুলির নাম কি?

উঃ- শোন, দামোদর, কোশি।


১৭. গঙ্গার বাম তীর নদীটির নাম কি?

উঃ- যমুনা, রামগঙ্গা, গণ্ডক, চম্বল, ঘর্ঘরা।


১৮. ভারতের দীর্ঘতম ও বৃহত্তম নদীর নাম কি? 

উঃ- গঙ্গা।


১৯. সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়?

উঃ- সিন-কা-বাব জলধারা।


২০. সিন্ধু নদীর দৈর্ঘ্য কত?

উঃ- ২৮৮০ কিলোমিটার।


২১. সিন্ধু নদীর ভারতে দৈর্ঘ্য কত?

উঃ- ১১১৪ কিলোমিটার।


২২. সিন্ধু নদীর পাঁচটি উপনদী নাম কি?

উঃ- ঝিলাম, চেনাব রাভী, বিয়াস, শতদ্রু।


২৩. ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায়?

উঃ- চেমায়ুংডং হিমাবাহ।


২৪. ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত?

উঃ- ২৯০০ কিলোমিটার।


২৫. ব্রহ্মপুত্র নদী উৎপত্তিস্থলে কি নামে পরিচিত?

উঃ- স্যাংপো।


২৬. সিন্ধু নদী অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত?

উঃ- দিহং।


২৭. সিন্ধু নদী বাংলাদেশে কি নামে পরিচিত?

উঃ- যমুনা।


২৮. মাজুলী দ্বীপ কোন নদীর বদ্বীপ?

উঃ- ব্রহ্মপুত্র নদী।


২৯. মালভূমি থেকে উৎপত্তি নদী গুলি কয় ভাগে ভাগ করা হয়?

উঃ- দুই ভাগে, যথা- পূর্ব বাহিনী নদী ও পশ্চিম বাহিনী নদী।


৩০. পূর্ব বাহিনী নদী গুলি কোথায় গিয়ে পড়েছে?

উঃ- বঙ্গোপসাগর।


৩১. পশ্চিম বাহিনী নদী গুলি কোথায় গিয়ে পড়েছে?

উঃ- আরব সাগর।


৩২. পূর্ব বাহিনী নদী গুলির নাম কি?

উঃ- মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী।


৩৩. পশ্চিম বাহিনী নদী গুলির নাম কি?

উঃ- সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, লুনি।


৩৪. বৃহত্তম মালভূমি নদীর নাম কি?

উঃ-গোদাবরী।


৩৫. মহানদীর উৎপত্তিস্থল কোথায়?

উঃ- দণ্ডকারণ্য।


৩৬. গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায়?

নাসিকের কাছে ত্রিম্বুকে।


৩৭. কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায়?

উঃ- পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর।


৩৮. কাবেরী নদীর উৎপত্তিস্থল কোথায়?

উঃ- পশ্চিমঘাট পর্বতের ব্রহ্ম গিরি।


৩৯. নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়?

উঃ- অমরকন্টক ।


৪০. লুনি নদী কোথায় পড়েছে?

উঃ- কচ্ছের রন।


৪১. ভারতের কোন নদীকে লবণাক্ত নদী বলা হয়?

উঃ- লুনি নদী।


৪২. ভারতের অন্তর্বাহিনী নদীর নাম কি?

উঃ- লুনি ও ইম্ফল।


৪৩. কাবেরী নদীর বিখ্যাত জলপ্রপাতটির নাম কি?

উঃ- শিবসমুদ্রম।


৪৪. ভারতের দিল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উঃ- যমুনা।


৪৫. বিহারের দুঃখ ভারতের কোন নদীকে বলা হয়?

উঃ- কোশি নদীকে।


৪৬. বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়?

উঃ- দামোদর নদ কে।


৪৭. ভারতের কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উঃ- গঙ্গা।


৪৮. কোন নদীর খাত অগভীর হওয়ায় প্রতিবছর বর্ষাকালে প্রবল বন্যার সৃষ্টি হয়?

উঃ- ব্রম্ভপুত্র।


৪৯. ব্রম্ভগিরি শৃঙ্গ থেকে ভারতের কোন নদীর উৎপত্তি হয়েছে?

উঃ- কাবেরী।


৫০. 'দক্ষিণের গঙ্গা' নামে কোন নদী পরিচিত ?

উঃ- গোদাবরী।


৫১. কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই?

উঃ- নর্মদা।


৫২. দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার কোন নদীর বদ্বিপকে বলা হয় ?

উঃ- কাবেরী।


৫৩. মিজোরাম কোন নদীর উৎসস্থল ?

উঃ- কর্ণফুলী।


৫৪. পঞ্চনদ কাকে বলে?

উঃ- সিন্ধুর পাঁচটি উপনদী শতদ্রু,বিপাশা,ইরাবতী,চন্দ্রভাগা এবং বিতস্তা নদীকে একত্রে পঞ্চনদ বলা হয়।


৫৫. 'ত্রিবেণী সঙ্গম' কাকে বলে?

উঃ- যমুনা নদী এলাহাবাদের কাছে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে এবং এলাহাবাদের কাছে গঙ্গার সাথে যমুনা ও সরস্বতী নদী আসে মিলিত হয়েছে। এই তিনটি নদীর মিলন স্থলকে 'ত্রিবেণী সঙ্গম' বলে।


৫৬. গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন?

উঃ-গঙ্গা নদীর গতিপথে তিনটি গতি অর্থাৎ,উচ্চগতি,মধ্যগতি এবং নিম্নগতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়।


৫৭. 'হিরাকুঁদ বাঁধ' কোথায় অবস্থিত?

উঃ- মহানদীর ওপর বিশ্বের দীর্ঘতম বাঁধ 'হীরাকুঁদ' অবস্থিত। ২৭ কিলোমিটার  দীর্ঘ এই বাঁধটি পৃথিবীর দীর্ঘতম বাঁধ।


 ৫৮. রাজস্থানের মরু অঞ্চলের প্রধান নদীর নাম কি?

উঃ- লুনি ৷


৫৯. হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

উঃ- সুবর্ণরেখা নদী।


৬০.লোকটাক হ্রদ কোথায় অবস্থিত?

উঃ- মণিপুরে।


৬১. লুনি নদীর উৎপত্তি স্থল কোথায় ?

উঃ- আনাইসাগর হ্রদ।


0 মন্তব্যসমূহ